পরশ অরোরা একটি ভারতীয় টেলিভিশন অভিনেতা যিনি সর্বাধিক পরিচিত, সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত মহান মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজি ভোঁশলে রুপে ঐতিহাসিক টেলিভিশন সিরিজ বীর শিবাজি-এ অভিনয়ের জন্য। তিনি অভিমন্যু রূপে পৌরাণিক টেলিভিশন সিরিয়াল মহাভারতেও অভিনয় করেন।[১]
তিনি বর্তমানে উড়ান (২০১৪ টিভি সিরিজ) এ সমান্তরাল নেতৃত্ব ভূমিকা বিভান রাজবংশী রূপে অভিনয় করছেন।