এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জুলাই ২০২১) |
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। [১][২][৩] পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক হতে পারে।
পরিকল্পনা বিবৃত করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো এর ব্যাপ্তি, সময়সীমা ও নির্দিষ্টতা দ্বারা ব্যাখ্যা করা। বিভিন্ন রকম পরিকল্পনা একে অন্যের পরিপূরক রূপে কাজ করে।
অস্পষ্ট বা প্রাথমিক ধারণা রূপে অনানুষ্ঠানিক পরিকল্পনার মাধ্যমেই মূলত পরিকল্পনার সূত্রপাত ঘটে। কর্মক্ষেত্রে অনানুষ্ঠানিক পরিকল্পনা দিয়েই কর্ম সম্পাদন করে ফেলা কোনো বিরল ঘটনা নয়। ব্যবসা-বাণিজ্য কিংবা সামরিক-বেসামরিক নানা বিষয়ে পরিকল্পনার সুত্রপাত অনানুষ্ঠানিকভাবে শুরু হবার পর, সংশ্লিষ্ট সকলের পক্ষে সুলভ, এমন উপায়ে পরিকল্পনা লিখিত আকারে সংরক্ষিত হয়, যা পরবর্তিতে আরও পরিশীলিত আনুষ্ঠানিক পরিকল্পনা রূপে প্রকাশ পায়। সকলের পক্ষে সুলভ হওয়ায় একাধিক মানুষ একটি পরিকল্পনায় কাজ করার সুযোগ পায়।