পর্দার সামনে অতিবাহিত সময়

রাতে টিভি দেখছে একটি শিশু

পর্দার সামনে অতিবাহিত সময় হচ্ছে স্মার্টফোন, কম্পিউটার, টেলিভিশন বা ভিডিও গেইম কনসোল ব্যবহার করার সময় পর্দার সম্মুখে অতিক্রান্ত সময় গণনা করার একটি পরিমাপ। [] ডিজিটাল মাধ্যম ব্যবহার এবং মানসিক স্বাস্থ্যের সম্পর্কিত বিভিন্ন ধারণার ক্ষেত্রে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন গবেষণা দেখা যায়, ডিজিটাল ডিভাইসের পর্দার সামনে অতিবাহিত সময় সরাসরি শিশুর বিকাশ এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Definition of SCREEN TIME"www.merriam-webster.com। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  2. Stiglic, Neza; Viner, Russell M (৩ জানুয়ারি ২০১৯)। "Effects of screentime on the health and well-being of children and adolescents: a systematic review of reviews": e023191। ডিওআই:10.1136/bmjopen-2018-023191পিএমআইডি 30606703পিএমসি 6326346অবাধে প্রবেশযোগ্য