স্যার পল নার্স | |
---|---|
![]() পল নার্স | |
জন্ম | পল ম্যাক্সিম নার্স ২৫ জানুয়ারি ১৯৪৯ |
জাতীয়তা | ইংরেজ |
নাগরিকত্ব | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া |
পরিচিতির কারণ | কোষচক্র নিরীক্ষণ |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০১ কপলি মেডেল ২০০৫ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জিনতত্ত্ব/cell biology |
অভিসন্দর্ভের শিরোনাম | The spatial and temporal organisation of amino acid pools in Candida utilis (1974) |
ডক্টরেট শিক্ষার্থী | Daniel Leslie Fisher[১] Karim Labib[২] Stuart Andrew MacNeill[৩] Alison Woollard[৪] |
স্যার পল ম্যাক্সিম নার্স একজন ইংরেজ জিনতত্ত্ববিদ। তিনি ২০০১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ২০১০-২০১৫ সাল পর্যস্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন।
পল নার্সের জন্ম নরউইচ শহরে। তার মা অল্প বয়সে অবিবাহিত অবস্থায় গর্ভধারণ করেন বলে নার্সের জন্মের পরে তাকে তার মাতামহ ও মাতামহী সন্তান হিসাবে লালনপালন করেন। নার্স নিজেও জানতেন না যে তিনি যাদের পিতামাতা বলে জানতেন তারা আসলে তার মাতামহ ও মাতামহী এবং তিনি যাকে বোন বলে জানতেন, তিনিই তার প্রকৃত মা।
নার্স ১৯৭০ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে উপস্নাতক ডিগ্রি এবং ১৯৭৩ সালে ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয় এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আমেরিকায় অবস্থানকালে নার্স আমেরিকার স্থায়ী বাসিন্দা হবার জন্য গ্রিন কার্ডের আবেদন করেন। কিন্তু সেই আবেদনটি প্রত্যাখ্যাত হয় কারণ নার্স আবেদনের সাথে সংক্ষিপ্ত জন্মসনদ জমা দিয়েছিলেন যাতে তার পিতামাতার নাম লেখা ছিলো না। মূল জন্মসনদ জোগাড় করতে গিয়ে নার্স তার প্রকৃত পিতামাতার পরিচয় জানতে পারেন এবং তাকে লালনপালন করা যাদের তিনি পিতামাতা মনে করতেন, তারা যে তার মাতামহ ও মাতামহী, সেকথা জানতে পারেন।