পল বুঙ্গি (১৮৩৯–১৮৮৮) হলেন ক্ষুদ্র-দণ্ড বিশ্লেষণী তুলাযন্ত্রের উদ্ভাবক (১৮৬৬) হিসেবে স্বীকৃত জার্মান বিজ্ঞানী।[১][২][৩] তার নামে প্রতিবছর বৈজ্ঞানিক যন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ উদ্ভাবনকারী বিজ্ঞানীদের পল বুঙ্গি পুরস্কার প্রদান করা হয়।
১৮৬৬ সালের পূর্বেও ক্ষুদ্র-দণ্ড তুলাযন্ত্র ব্যবহৃত হওয়ার নজির থাকলেও, পল বুঙ্গি সর্বপ্রথম এ সংক্রান্ত তত্ত্ব প্রকাশ করেন এবং হামবুর্গে তুলাযন্ত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেন।[১] এরপর ১৮৭০ সালে ফ্লোরেনৎস সার্টোরিয়াস গোটিনজেন শহরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুলাযন্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেন।[৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |