পল মেসকল | |
---|---|
ইংরেজি: Paul Mescal | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | ট্রিনিটি কলেজ ডাবলিন (বিএ) |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৭-বর্তমান |
পল মেসকল (ইংরেজি: Paul Mescal; /ˈmɛskəl/;[১][২] জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৯৬) একজন আইরিশ অভিনেতা। মেনুথে জন্মগ্রহণকারী মেসকল দ্য লির অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেন এবং পরে ডাবলিন থিয়েটারে মঞ্চনাটকে অভিনয় করতেন। মেসকল মিনি ধারাবাহিক নরমাল পিপল (২০২০)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং বাফটা টিভি পুরস্কার লাভ করেন এবং প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মনস্তাত্ত্বিক নাট্যধর্মী দ্য লস্ট ডটার (২০২১)-এ পার্শ্ব চরিত্রে অভিনয় দিয়ে মেসকলের চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং ২০২২ সালের নাট্যধর্মী গডস ক্রিয়েচার্স ও আফটারসান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০২২ সাল থেকে তিনি আ স্ট্রিটকার নেমড ডিজায়ার মঞ্চনাটকের পুনরুজ্জীবিতকরণে স্ট্যানলি কোয়াল্স্কি চরিত্রে অভিনয় করছেন।
মেসকল একজন আইরিশ ভাষী।[৩] তিনি ২০২০ সালে আয়ারল্যান্ড থেকে লন্ডনে পাড়ি জমান।[৪]
সঙ্গীতশিল্পী ফিবি ব্রিজার্সের সাথে মেসকলের প্রেমের সম্পর্ক রয়েছে।[৫] ফিবি ওয়ালার-ব্রিজ পরিচালিত ব্রিজার্সের "স্যাভিয়র কমপ্লেক্স" গানের ভিডিওতে তাকে দেখা যায়।[৬]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০২০ | ড্রিফটিং | শন | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০২১ | দ্য লস্ট ডটার | উইল | |
২০২২ | আফটারসান | ক্যালাম প্যাটারসন | |
গড্স ক্রিয়েচার্স | ব্রায়ান ওহারা | ||
কারমেন | এইডান | ||
ঘোষিত হবে | ফো | জুনিয়র | নির্মাণোত্তর |
ঘোষিত হবে | স্ট্রেঞ্জার্স | হ্যারি | নির্মাণোত্তর |
ঘোষিত হবে | মেরিলি উই রোল অ্যালং | ফ্র্যাঙ্কলিন শেপার্ড | নির্মাণাধীন |
বছর | অনুষ্ঠানের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০২০ | নরমাল পিপল | কনেল ওয়ালড্রন | মিনি ধারাবাহিক |
দ্য ডিসিভড | শন ম্যাকিওগ | মিনি ধারাবাহিক |