পল মাইকেল রোমার (ইংরেজি: Paul Michael Romer; জন্ম ৬ই নভেম্বর, ১৯৫৫)[১] একজন মার্কিন অর্থনীতিবিদ ও নীতি উদ্যোক্তা। তিনি বস্টন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক।[২] রোমার বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করার জন্য এবং ২০১৮ সালে উইলিয়াম নর্ডহাউসের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভের জন্য পরিচিত। অন্তর্জাত প্রবৃদ্ধি তত্ত্ব বিষয়ে গবেষণাকর্মের জন্য তিনি ঐ পুরস্কার লাভ করেন।[৩] এছাড়া তিনি গাণিতিক ধূম্রজাল তথা "ম্যাথিনেস" শব্দটি প্রবর্তন করেন, যা দিয়ে অর্থনৈতিক গবেষণাতে গণিতের অপব্যবহারকে নির্দেশ করা হয়।
<ref>
ট্যাগ বৈধ নয়; thesis-romer-1983
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি