পলাশ | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে পলাশ উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′০″ উত্তর ৯০°৩৭′৩০″ পূর্ব / ২৩.৯৫০০০° উত্তর ৯০.৬২৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নরসিংদী জেলা |
আয়তন | |
• মোট | ৯৪.৪৩ বর্গকিমি (৩৬.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,১২,৬১২ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৫,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৬৮ ৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পলাশ বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা।
নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হল পলাশ উপজেলা। ইহা নরসিংদী জেলা শহর হতে ১০ কি.মি. দূরে অবস্থিত। এর মোট আয়তন ৯৪.৪৩ বর্গ কি.মি.। নরসিংদী ও গাজীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে পলাশ উপজেলা অবস্থিত। উত্তরে শিবপুর উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে নরসিংদী সদর উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা, পূর্বে শিবপুর উপজেলা ও নরসিংদী সদর উপজেলা, পশ্চিমে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও কাপাসিয়া উপজেলা।
পলাশ উপজেলায় ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদ আছে।
মোট লোকসংখ্যা : ২১২৬১২ জন। পুরুষ= ১,০৭,৫১৮ জন ; মহিলা = ১,০৫,০৯৪ জন।
উপজেলার আয়তন | ৯৪.৪৩ বর্গ কি.মি. |
ইউনিয়ন সংখ্যা | ৪ টি |
পৌরসভা | ১ টি |
মৌজা সংখ্যা | ৬১ টি |
গ্রাম | ১০৪ টি |
ইউনিয়ন ভূমি অফিস সংখ্যা | ৪ টি |
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র | ৪ টি |
পৌর ভূমি অফিস সংখ্যা | ১ টি |
হাট-বাজারের সংখ্যা | ১৪ টি |
পুলিশ স্টেশন | ১ টি |
পুলিশ ফাঁড়ি সংখ্যা | ২ টি |
ডাকঘর সংখ্যা | ১১ টি |
টেলিফোন এক্সচেঞ্জ সংখ্যা | ১ টি |
বাণিজ্যিক ব্যাংক | ১৯ টি |
মসজিদ | ৪০৭ টি |
মন্দির | ২৭ টি |
খাদ্য গুদাম | ৮ টি |
সিনেমা হল | ২ টি |
ডাক বাংলো | ১ টি |
ক্লাব | ৩২ টি |
অর্থনীতিতে পলাশ গুরুত্বপূর্ণ অবদান রাখে।ঘোড়াশাল সার কারখানা, aqua refinery Ltd. জনতা জুট মিল,ফৌজি চটকল লিমিটেড,প্রান কোম্পানী এবং দেশবন্ধু সুগার মিলসহ অনেক শিল্প কারখানা আছে পলাশে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |