পলাশ সেন | |
---|---|
উপনাম | পলি, ড. আইটেম, রকডক, ড. সেন, ড. দাদা |
উদ্ভব | বারাণসী, নয়া দিল্লি, ভারত |
ধরন | পপ, রক, ইন্ডিপপ |
পেশা | গায়ক, গীতিকার, চিকিৎসক, মডেল, অভিনতো, রেকর্ড প্রযোজক |
বাদ্যযন্ত্র | ভোকাল, স্টেথোস্কোপ |
কার্যকাল | ১৯৮৮–বর্তমান |
লেবেল | ইউনিভার্সাল মিউজিক গ্রুপ |
ওয়েবসাইট | www.dhoom.com |
পলাশ সেন ভারতীয় সঙ্গীত ব্যান্ড ইউফোরিয়ার প্রধান গায়ক। তিনি পেশায় চিকিৎসক। পলাশ সেন তথাকথিত "হিন্দি রক" ঘরানার সঙ্গীতের প্রথম দিকের একজন গায়ক হিসেবে পরিচিত।