পলিনিউক্লিওটাইড

পলিনিউক্লিওটাইড অণু হল একটি বায়োপলিমার যা ১৩ বা তার বেশি নিউক্লিওটাইড মনোমার নিয়ে গঠিত।

নিউক্লিওটাইড DNA অণুর গাঠনিক একক। এক অণু নাইট্রোজেন ক্ষারক, এক অণু পেন্টোজ শ্যুগার ও এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওটাইড জীবদেহে বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এবং এনজাইম কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। পলিনিউক্লিওটাইড চেইনে এই নিউক্লিওটাইড অণুগুলো ৫'-৩' অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয়ে একটা লম্বা রৈখিক শৃঙ্খলের মতো গঠন সৃষ্টি করে। এই শৃঙ্খল বা চেইনে ফসফেট অণু একদিকে পেন্টোজ শ্যুগার এর ৫ নং কার্বনের সাথে যুক্ত থাকে, অপরদিকে পার্শ্ববর্তী পেন্টোজ শ্যুগার এর ৩ নং কার্বনের সাথে যুক্ত থাকে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আজমল, গাজী। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান (১ম পত্র)। গাজী পাবলিশার্স।