পল্লবী কুলকার্নি | |
---|---|
জন্ম | ১৫ জুন ১৯৮২ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৯–২০০৭; ২০১৪–২০১৫; ২০১৭; ২০২১ |
পরিচিতির কারণ | অর্জুন পণ্ডিত কেহতা হ্যায় দিল বৈদেহী ইতনা করো না মুঝে পেয়ার |
দাম্পত্য সঙ্গী | মিহির নেরুকর (বি. ২০০৭) |
সন্তান | ১ |
পল্লবী কুলকার্নি (জন্ম: ১৫ জুন ১৯৮২) একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি টেলিভিশনে কাজ করেন। কুলকার্নি কেহতা হ্যায় দিল ধারাবাহিকে কারিশমা সিং ভান্ডারী, বৈদেহীতে বৈদেহী জয়সিংহ এবং ইতনা করো না মুঝে পেয়ারে রাগিনী প্যাটেল খান্নার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত।[১]
কুলকার্নি ২০০৭ সালে মিহির নেরুরকারকে বিয়ে করেন, এরপর তিনি অভিনয় থেকে সামান্য বিরতি নেন।[২] এই দম্পতির কায়ান নেরুকার নামে একটি ছেলে রয়েছে।[৩]
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৯ | অর্জুন পণ্ডিত | শিল্পা দীক্ষিত | [৪] | |
২০০২ | ক্রান্তি | অনু সিং | ||
২০১৭ | মুন্না মাইকেল | অতিথি উপস্থিতি |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
১৯৯৯-২০০০ | হাদ কর দি | রিয়া ধনওয়া | ||
২০০০ | আজ ভি আতেত | নেহা | ||
২০০১-২০০২ | কেয়া হাদসা কেয়া হাকীকত | নিওনিকা "নিক্কি" চ্যাটার্জি | বিভাগ: "হাদসা" | |
২০০৩-২০০৫ | কেহতা হ্যায় দিল | কারিশমা সিং ভান্ডারি | [৫] | |
২০০৫ | কায়সা ইয়ে পেয়ার হ্যায় | নিজেই | অতিথি উপস্থিতি | [৬] |
২০০৬ | বৈদেহী | বৈদেহী আর্যাবর্ধন জয়সিংহ | ||
২০১৪-২০১৫ | ইতনা করো না মুঝে পেয়ার | রাগিনী প্যাটেল খান্না | [৭] |
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০২১ | ১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস | জয়া | ডিজনি+ হটস্টারে | [৮] |