পশতুন জার্গুন پښتون زرغون ولسوالی ولسوالی پشتون زرغون | |
---|---|
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°১৭′০″ উত্তর ৬২°৩৭′০″ পূর্ব / ৩৪.২৮৩৩৩° উত্তর ৬২.৬১৬৬৭° পূর্ব | |
Country | আফগানিস্তান |
প্রদেশ | হেরাত প্রদেশ |
জনসংখ্যা (২০০৮) | |
• মোট | ৯০,৮১৭ |
[১] | |
সময় অঞ্চল | ইউটিসি+৪:৩০ |
পশতুন জার্গুন জেলা (পশতু: پښتون زرغون ولسوالی / ফার্সি: ولسوالی پشتون زرغون), পূর্বে পোস্ত-ই জিহানান নামে পরিচিত ছিল[২] অথবা পোস্ত-ই জিরগুন (ফার্সি: پشت زرغون), আফগানিস্তানের হেরাত প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি জেলা। এটি মুলত হরি নদীর উপত্যকায় অবস্থান করছে। জেলাটি কেন্দ্রীয় শহরের নাম পশতুন জার্গুন।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী পশতুন জার্গুন জেলা সীমানা উত্তরে কারুখ জেলা, পূর্বে ওবে জেলা, দক্ষিণে আদরাস্কান জেলা এবং পশ্চিমে গুজারা জেলা ঘিরে রয়েছে।
২০০৮ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৯০,৮১৭ এর মত।[১]
আফগানিস্তানের হেরাত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |