পশ্চিম কামেং জেলা | |
---|---|
অরুণাচল প্রদেশের জেলা | |
অরুণাচল প্রদেশে পশ্চিম কামেংয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | অরুণাচল প্রদেশ |
সদরদপ্তর | বোমডিলা |
তহশিল | ১৩ |
আয়তন | |
• মোট | ৭,৪২২ বর্গকিমি (২,৮৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮৩,৯৪৭[১] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৯.৪০%[১] |
• লিঙ্গানুপাত | ৭৫৫[১] |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পশ্চিম কামেং জেলা উত্তর পূর্ব ভারতে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যের ২৫ টি জেলার একটি জেলা৷ ১৮ই জ্যৈষ্ঠ ১৩৮৭ বঙ্গাব্দে(১লা জুন ১৯৮০ খ্রিষ্টাব্দে) পূর্বতন কামেং জেলাটি থেকে নতুন জেলাটি গঠিত হয়৷ পরবর্তীকালে এই জেলাটি থেকে তাওয়াং জেলা গঠন করা হয়৷ জেলাটির জেলাসদর বোমডিলা শহরে অবস্থিত এবং বোমডিলা মহকুমা, থ্রিজিনো মহকুমা ও রূপা মহকুমা নিয়ে গঠিত৷
ব্রহ্মপুত্র নদের একটি উপনদীর নাম কামেং যা এই জেলাটিতে অবস্থিত৷ পরবর্তীকালে কামেং জেলা পূর্ব ও পশ্চিমে বিভক্ত হয়ে যায়৷
জেলাটির ভুমি প্রকৃৃতি পর্বতাবৃৃত এবং অধিকাংশই পূর্ব হিমালয় পর্বতমালার ওপর অবস্থিত৷ কাংতে হলো এই জেলার সর্বোচ্চ পর্বতশৃৃঙ্গ৷
২১৮ বর্গকিলোমিটার বিস্তৃৃত ঈগলনেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্যটি এই জেলাতে অবস্থিত৷
পশ্চিম কামেং জেলাটির উত্তরে অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং জেলা, পূর্বে অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্ব কামেং জেলা, পশ্চিমে ভুটান রাষ্ট্র ও দক্ষিণে আসাম রাজ্যের ওদালগুরি জেলা ও শোণিতপুর জেলা অবস্থিত৷[২]
জেলাটির অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত ও জেলাটির আয়তন ৭৪২২ বর্গকিলোমিটার৷
মোট জনসংখ্যা ৭৪৫৯৯(২০০১ জনগণনা) ও ৮৩৯৪৭(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৫ টি জেলার মধ্যে ৮ম৷ অরুণাচল প্রদেশ রাজ্যের ৬.০৭% লোক পশ্চিম কামেং জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১০ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১২.৫৩% , যা ১৯৯১-২০১১ সালের ৩২.২২% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৮১৯(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৭৩৷[৩]
এছাড়া জেলাটিতে সুলুং ভাষা, হ্রুসো ভাষা, সাজোলাং ভাষা, বুগুন ভাষা, শেরদুকপেন ভাষা, সরতাং ভাষা, লিশ ভাষা, ব্রোকপা ভাষা-ভাষী বৃৃহৎ জনজাতির বাস রয়েছে৷
জেলাটির সাক্ষরতা হার ৬০.৭৬%(২০০১) তথা ৬৭.০৭%(২০১১)৷ পুরুষ সাক্ষরতার হার ৭০.২৩%(২০০১) তথা ৭৩.৪৫%(২০১১)৷ নারী সাক্ষরতার হার ৪৭.৪৬%(২০০১) তথা ৫৯.০৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৩.৮৭%৷[৩]