পশ্চিম কার্বি আংলং জেলা | |
---|---|
অসমের জেলা | |
![]() অসমে পশ্চিম কার্বি আংলংয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | অসম |
প্রশাসনিক বিভাগ | মধ্য অসম |
সদরদপ্তর | হামরেণ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | স্বায়ত্বশাসিত জেলা |
• বিধানসভা আসন | ৪ |
স্থানাঙ্ক | ১৭°২১′ উত্তর ৭৫°১০′ পূর্ব / ১৭.৩৫° উত্তর ৭৫.১৬° পূর্ব - ১৮°১৯′ উত্তর ৭৬°০৯′ পূর্ব / ১৮.৩২° উত্তর ৭৬.১৫° পূর্ব |
পশ্চিম কার্বি আংলং জেলা আসামের ৩৫ টি জেলার ভিতর নতুন গঠন হওয়া জেলা। কার্বি আংলং জেলার পশ্চিম অংশ নিয়ে ২০১৬ সালে এই জেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।[১] জেলাটি কার্বি আংলং স্বায়ত্বশাসিত পরিষদের একটা অংশ। এর প্রশাসনিক কাজকর্ম ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুসূচী মতে চালানো হয়।
কার্বি ভাষা এই অঞ্চলের মুখ্য ভাষা। এর সাথে ইংরাজী, হিন্দী এবং অসমীয়া ভাষা এই অঞ্চলে প্রচলিত। এই জেলায় কার্বি জনগোষ্ঠীর সাথে তিবা, লালুং, গারো, বড়ো ইত্যাদি জনগোষ্ঠী বসবাস করে।
এই জেলার সদর হামরেণ অন্যান্য শহরের সাথে স্থলপথে যোগাযোগ আছে। কার্বি আংলং স্বায়ত্বশাসিত পরিষদের বাস জেলার সদর এবং অন্য গুরুত্বপূর্ণ স্থান যেমন গুয়াহাটী, ডিফু, হোজাই ইত্যাদির সাথে সংযোগ করে। অন্যতম কাছের রেল স্টেশন হোজাই হামরেণ থেকে প্রায় ৪৭ কি.মি. দূরে অবস্থিত। লোকপ্রিয় গোপিনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর পশ্চিম কার্বি আংলং জেলার নিকটবর্তী বিমান বন্দর।