পশ্চিম গারো পাহাড় জেলা জেলা | |
---|---|
মেঘালয়ের জেলা | |
মেঘালয়ে পশ্চিম গারো পাহাড় জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মেঘালয় |
সদরদপ্তর | Tura, India |
সরকার | |
• বিধানসভা আসন | 7 |
আয়তন | |
• মোট | ৩,৭১৪ বর্গকিমি (১,৪৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৫,১৫,৮১৩ |
• জনঘনত্ব | ১৪০/বর্গকিমি (৩৬০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 53% |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পশ্চিম গারো পাহাড় জেলা হচ্ছে ভারতের উত্তরপূর্ব দিকের প্রদেশ মেঘালয়ের ১১টি জেলার মধ্যে একটি জেলা। তুরা হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ৩৭১৪ বর্গকিলোমিটার এবং ২০০১ সালের শুমারি অনুসারে লোকসংখ্যা ৫১৫,৮১৩ জন। ২০১১ সালের শুমারি অনুসারে তৎকালীন সাতটি জেলার ভেতরে এটি ছিলো পূর্ব গারো পাহাড় জেলার পরেই দ্বিতীয় জনবসতিপূর্ণ জেলা।[১]
১৯৮৬ সালে পশ্চিম গারো পার্বত্য জেলাতে, তার পার্শ্ববর্তী জেলাগুলি সহ দক্ষিণ এবং পূর্ব গারো পাহাড় জেলায়, নকরেক জাতীয় উদ্যান গঠন করা হয়। উদ্যানটির আয়তন ৪৭ বর্গকিমি (১৮.১ বর্গ মাইল)।[২]