পাউডার পাফ Calliandra haematocephala | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
গণ: | Calliandra |
প্রজাতি: | C. haematocephala |
দ্বিপদী নাম | |
Calliandra haematocephala |
পাউডার পাফ (ইংরেজি: Powder puf) (বৈজ্ঞানিক নাম: Calliandra haematocephala) হচ্ছে Fabaceae পরিবারের Calliandra গণের একটি ফুল গাছ। গাছের উচ্চতা ৭-৮ ফুট। খুব ধীরে বাড়ে এবং খুব শক্ত গাছ। ফলে ঝড় গাছের কোন ক্ষতি করতে পারে না। যখন গাছ ভরে ফুল ফোটে, দেখতে দারুণ লাগে।