পাওলি দাম

পাওলি দাম
হেইট স্টোরি এর অনুষ্ঠানে পাওলী দাম
জন্ম (1980-10-04) ৪ অক্টোবর ১৯৮০ (বয়স ৪৪)
জাতীয়তাভারতীয়
শিক্ষারসায়ন (স্নাতক)
মাতৃশিক্ষায়তনবিদ্যাসাগর কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৩ – বর্তমান
দাম্পত্য সঙ্গীঅর্জুন দেব (বি. ২০১৭)

পাওলি দাম (জন্ম: ৪ঠা অক্টোবর ১৯৮০) একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। যিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক জীবন নিয়ে খেলা (২০০৩) দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর তিনি তিথির অতিথি এবং সোনার হরিনের মতো বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। সাবেক ইটিভি বাংলায় ছয় বছর কাজ করেছেন। তার প্রথম বাংলা চলচ্চিত্র সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত তিন ইয়ারি কথা ২০০৪ সালে সম্পূর্ণ হলেও ২০১২ সাল পর্যন্ত মুক্তি পায়নি। পাওলির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রবি কিনাগী পরিচালিত অগ্নিপরীক্ষা। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে, তিনি পাঁচটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ২০০৯ সালের গৌতম ঘোষ পরিচালিত কালবেলা চলচ্চিত্রে অভিনয়ে তিনি জনপ্রিয় হয়েছিলেন।

২০১১ সালে, তিনি বাংলা চলচ্চিত্র ছত্রাক -এ তার ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান।[] ছবিটি কান চলচ্চিত্র উৎসব এবং টরন্টো এবং যুক্তরাজ্যের চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ।[] ২০১২ সালে, তিনি হেট স্টোরি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন[] এবং সোহেল তাতারি পরিচালিত বিক্রম ভাটের অঙ্কুর অরোরা মার্ডার কেসে অভিনয় করেন। তিনি ২০১৬ সালে হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে নাটকের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জন্য ভিউয়ার্স চয়েস পুরস্কার জিতেছিলেন ।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

পাওলি দামের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বাঙালি পরিবারে, যার আদি নিবাস মূলত ফরিদপুরে (বর্তমানে বাংলাদেশ) ছিল।[] তার বাবা ও মা যথাক্রমে আমল দাম ও পাপিয়া দাম এবং ভাইয়ের নাম মৈনাক দাম।[]

পাওলি তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বাউবাজারের লরেটো স্কুলে পড়েছিলেন। তিনি একজন ভাল ছাত্রী ছিলেন ও বৃত্তি জিতেছিলেন।[] পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিদ্যাসাগর কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি নিয়ে ভর্তি হন।[] তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার বিজ্ঞান কলেজ ক্যাম্পাস থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[][]

তিনি শাস্ত্রীয় নৃত্য শিখেছিলেন এবং ছোটবেলা থেকেই থিয়েটারে আগ্রহী ছিলেন, কিন্তু তিনি কখনই একজন অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা করেননি।[]

কর্মজীবন

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]

পাওলি বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন । ২০০৩ সালে, তিনি জি বাংলার জন্য জীবন নিয়ে খেলায় এবং পরে যিশু দাশগুপ্ত পরিচালিত ইটিভি বাংলা ধারাবাহিক তিথির অথিতিতে উপস্থিত হন; পরেরটি ছয় বছর ধরে চলেছিল।[] তরপর চাঁদ উথলো, সোনার হারিন এবং জয়া ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাওলি বলেছেন যে তিনি বাংলা টেলিভিশন থেকে অনেক কিছু শিখেছেন এবং এটি তাকে চলচ্চিত্র কর্মজীবনের জন্য প্রস্তুত করেছে।[১০]

বাংলা চলচ্চিত্র

[সম্পাদনা]

২০০৬-২০০৮

[সম্পাদনা]

পাওলির প্রথম বাংলা চলচ্চিত্র সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত তিন ইয়ারি কথা, ২০০৪ সালে চলচ্চিত্রের কাজ শেষ হলেও, ২০১২ পর্যন্ত মুক্তি পায়নি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র অগ্নিপরীক্ষা (২০০৬)।[১১] ছবিটি পরিচালনা করেছেন রবি কিনাগী এবং প্রযোজনা করেছেন দেবেন্দ্র কুচার।[ ]পরবর্তীতে হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং পিযুষ সাহা প্রযোজিত তুলকালাম (২০০৭) ছবিতে উপস্থিত হন। মিঠুন চক্রবর্তী এবং রচনা ব্যানার্জী যথাক্রমে প্রধান পুরুষ ও মহিলা চরিত্রে অভিনয় করেছেন। [ উদ্ধৃতি প্রয়োজন ] পাওলির তৃতীয় বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছিল আই লাভ ইউ, যেটিতে তিনি নায়িকার বন্ধুর ভূমিকায় ছিলেন।[ উদ্ধৃতি প্রয়োজন ] ২০০৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত একটি কমেডি অফ এররস বাংলা চলচ্চিত্র হোচেতা কি- তে উপস্থিত হন, যেখানে তিনি একজন বাঙালি গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন।[১২]

২০০৯-২০১১

[সম্পাদনা]

২০০৯ সালে তিনি সাতটি বাংলা চলচ্চিত্রে উপস্থিত হয়েছিল এবং গৌতম ঘোষ পরিচালিত কালবেলা এর সাফল্যের মাধ্যমে নজরে আসে। এটি সমরেশ মজুমদারের একটি বাংলা উপন্যাস অবলম্বনে ১৯৮০-এর দশকের নকশাল আন্দোলন পটভূমিতে নির্মিত ছিল। পাওলি একজন তরুণ নকশাল নেতার বান্ধবী মাধবীলতার ভূমিকায় অভিনয় করেছিলেন,[১৩] এবং তার অভিনয় প্রশংসিত হয়েছিল।[১০] টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনায় প্রশংসা করেছে: "পাওলি, যিনি মাধবীলতার চরিত্রে এমন সততার সাথে অভিনয় করেছেন যে তার চোখে ব্যথা এবং তার কন্ঠে রোমান্স দর্শকদের বিশ্বাস করে যে মাধবীলিতার যা আছে তার সবকিছুর প্রতি তার মুখ ধার দেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে।"[১৩] একটি সাক্ষাত্কারে, তিনি বলেছিলেন যে ছবিটি তার ক্যারিয়ারের একটি "টার্নিং পয়েন্ট" [১১] "প্রত্যেকেরই একটি প্ল্যাটফর্ম দরকার – কালবেলা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে। আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছিল।"[১০] সেই বছর মুক্তিপ্রাপ্ত তার অন্য ছয়টি চলচ্চিত্র ছিল বাসু চ্যাটার্জি পরিচালিত হচ্ছেটা কি? ; স্বপন সাহা পরিচালিত জামাই রাজা; বক্স নং ১৩১৩ ; মল্লিক বারী ; ঋতুপর্ণ ঘোষতিনমূর্তি পরিচালিত সব চরিত্র কাল্পনিক

২০১০ সালে, পাওলি এগারোটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে তারা ( ব্রাত্য বসু পরিচালিত), তখন ২৩ ( অতনু ঘোষ পরিচালিত), মনের মানুষ (গৌতম ঘোষ পরিচালিত), কাগজের বউ ( বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত) এবং বংশীওয়ালা (পরিচালিত)। অঞ্জন দাস); এগারোটির মধ্যে পাঁচটি অপ্রকাশিত। মনের মানুষ ছিল ঘোষের সাথে পাওলির দ্বিতীয় ছবি; এই ছবিতে তিনি কমলি নামে একজন বাউল চরিত্রে অভিনয় করেছেন।[১৪] টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনায় ড্যামকে "কামলি চরিত্রে অভিনয় করার জন্য আন্তরিক প্রচেষ্টা" দেখেছে।[১৫] অভিনেত্রী পরে একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে তিনি ঘোষের সাথে কাজ করে অনেক কিছু শিখেছেন।[১১]

২০১১ সালে, পাওলি শ্রীলঙ্কার বিমুক্তি জয়সুন্দরা পরিচালিত ছত্রাক ছবিতে উপস্থিত হয়েছিল।[১৬] অভিনেত্রী পাওলি নামে একজন বাঙালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ছবিটি ভারতে বিতর্কের সূত্রপাত করেছিল যখন তিনি এবং অনুব্রত বসুর সাথে একটি সুস্পষ্ট অ-বডি-ডাবল যৌন দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল।[][১৭][১৮]

২০১২-বর্তমান

[সম্পাদনা]

২০১২ সালে, পাওলির প্রথম হিন্দি ছবি হেট স্টোরি মুক্তি পায়; তিনি তিনটি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন: বেডরুম ( মৈনাক ভৌমিক পরিচালিত), এলার চার আধ্যায় (বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত) এবং তিন ইয়ারি কথা (অভিনেত্রীর প্রথম চলচ্চিত্রে অভিনয়, সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত)।[ ' [ ] ] গল্পের পটভূমি কলকাতার শহুরে দম্পতিদের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে; দাম প্রিয়াঙ্কার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন খিটখিটে গৃহবধূ।[১৯][২০] এলার চর অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম চার অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এটি ১৯৫০-এর দশকে ব্রিটিশ রাজ ভারতের পটভূমিতে নির্মাণ করা হয়েছিল। পাওলি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা একটি দলের শিক্ষক ইলা চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয় প্রশংসিত হয়েছিল; ইন্ডিয়ান এক্সপ্রেস ইলার চরিত্রকে "অসাধারণ" বলে মনে করেছে [২১] এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছে: "যারা ভেবেছিলেন পাওলির "হেট স্টোরি" আউটিংটি সাহসী হওয়ার বিষয়ে ছিল তারা প্রেক্ষাপটে সাহসিকতার পুনর্ব্যাখ্যা করার ক্ষেত্রে তার নিখুঁত পরিপক্কতা দেখে অবাক হবেন।"[২২] তিন ইয়ারি কথা ছবিতে, অভিনেত্রী একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।[২৩]

তিনি মৈনাক ভৌমিকের ফ্যামিলি অ্যালবামেও উপস্থিত হয়েছিল। স্বস্তিকা মুখার্জি অভিনীত ছবিটি একটি এমএমএস কেলেঙ্কারি নিয়ে কাজ করে।[২৪]

২০১৪ সালে ছায়া মানুষ ছবিতে অভিনয় করেন। অরিন্দম দে পরিচালিত এই ছবিতে তিনি সাংবাদিক ত্রিশা চরিত্রে অভিনয় করেছিলেন।[২৫] সেই বছরের শেষের দিকে, বিরসা দাশগুপ্ত পরিচালিত অভিশপ্ত নাইটি ছবিতে অভিনয় করেন। কমেডি-রোমান্টিক চলচ্চিত্রে ১৯৮০ এর দশকের একজন বাঙালি বার গায়িকা মিস মনিকা চরিত্রে অভিনয় করেছিলেন।[২৬] পাওলি বলেছিলেন যে তিনি প্রথমে এই ভূমিকাটি মানতে নারাজ, কিন্তু পরে বুঝতে পেরেছিলেন যে এটি একটি "প্রেমের গল্প"।[২৭] তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত নাট্য চলচ্চিত্র ছিল সাদা ক্যানভাস [২৮] এবং অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় পরিচালিত রোমান্টিক কমেডি হারকিউলিস[২৯] পাওলি হারকিউলিসে মিনুর চরিত্রে তার চরিত্রকে "ব্যবহারিক, ভিত্তি এবং আবেগ দ্বারা চালিত নয়" হিসাবে বর্ণনা করেছেন।[৩০] তার ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল অঞ্জন দাস ' আজানা বাতাশ, যেখানে তিনি দীপার ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি কলকাতার একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন, "সমস্ত বিত্তশালীদের মধ্যে বিষণ্নতায় হারিয়ে যান"।[৩১]

বলিউড

[সম্পাদনা]
Paoli Dam in sunglasses, white blouse and jeans
হেট স্টোরির লঞ্চ পার্টিতে পাওলি

২০১২ সালে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এবং বিক্রম ভাট প্রযোজিত হেট স্টোরিতে পাওলির বলিউডে আত্মপ্রকাশ করেন।[৩২] ছবিতে নারী নায়ক ছিলেন; কাব্য কৃষ্ণের ভূমিকায় একজন যৌনকর্মী হিসেবে অভিনয় করেছেন।[৩৩]

এই ছবিতে তার অভিনয় একটি উষ্ণ সাড়া পেয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া তার পর্যালোচনায়:[৩৪]

পাওলি দাম শেষের দিকটিতে একটুও হতাশ করেন না, তিনি তার অভিনয় ক্ষমতার দিক থেকেও খারাপ নন। তিনি তার চরিত্রের দুর্দশার জন্য এমন প্যাথোসকে উস্কে দেন না যা কেউ উদগ্রীবভাবে অনুভব করতে পারে। কিন্তু যদিও তার অভিনয় সম্পন্ন হয় না, তিনি তার ভূমিকাটি বেশ ভালভাবে টানতে সক্ষম হন।

চলচ্চিত্রটির ব্যবসায়িক সাফল্যের পর, প্রযোজক বিক্রম ভাট একটি সিক্যুয়েলের পরিকল্পনা করেছিলেন, যেখানে সুরভিন চাওলা দ্বারা তিনি প্রতিস্থাপিত হয়েছিল।[৩৫]

হেট স্টোরির পর, তিনি বিক্রম ভাটের পরবর্তী ছবি অঙ্কুর অরোরা মার্ডার কেসে হাজির হন। সোহেল তাতারি পরিচালিত ছবিটি একটি অল্প বয়স্ক ছেলের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যেটি চিকিৎসার অবহেলার কারণে একটি অপারেটিং রুমে মারা যায়। দাম ন্যায়বিচারের জন্য লড়ছেন একজন আইনজীবীর ভূমিকায়।[৩৬] একটি সাক্ষাত্কারে, তিনি তার ভূমিকা বর্ণনা করেছেন: "এটি খুব বাস্তব এবং জীবনের কাছাকাছি কিছু এবং এটি একটি ডি-গ্ল্যামারাইজড ভূমিকা। এটি এমন কিছু যা আমি অভিনয় করতে সত্যিই উপভোগ করেছি"।[৩৭][৩৮] মুম্বাইতে ছবিটির একটি বিশেষ স্ক্রীনিংয়ে অংশ নেওয়ার পরে, ভারতীয় চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক তরণ আদর্শ ড্যামকে ফোন করে বলেছিলেন যে তার বলিউডে আরও কাজ করা উচিত।[৩৯]

২১৪ সালে সতীশ কৌশিক পরিচালিত কমেডি-হরর ফিল্ম গ্যাং অফ ঘোস্টসে একটি আইটেম নম্বরে অভিনয় করেছিলেন।[৪০]

সুভাষ সেহগাল পরিচালিত হিন্দি ফিল্ম ইয়ারা সিলি সিলিতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।[৪১]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
চাবি
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি তা নির্দেশ করে
বছর শিরোনাম ভূমিকা পরিচালক ভাষা মন্তব্য
২০০৬ অগ্নিপরীক্ষা পুজো রাবি কিনাগী বাংলা
২০০৭ তুলকালাম হরনাথ চক্রবর্তী বাংলা
আই লাভ ইউ বর্ষা (পূজার বন্ধু) রাবি কিনাগী বাংলা
২০০৮ আমার প্রতিজ্ঞা অঞ্জলি রায় স্বপন সাহা বাংলা
হচ্চেটা কি প্রিয়া বাসু চ্যাটার্জি বাংলা
২০০৯ কালবেলা মাধবীলতা গৌতম ঘোষ বাংলা
জামাই রাজা স্বপন সাহা বাংলা
বক্স নং ১৩১৩ অনিরুদ্ধ ভট্টাচার্য বাংলা
মল্লিক বারী পূর্ণিমা অনির্বাণ চক্রবর্তী, পিজে জোসেফ বাংলা
শোব চরিত্র কল্পনিক কাজরী রায় ঋতুপর্ণ ঘোষ বাংলা
তিনমূর্তি দেবলীনা রাজা সেন বাংলা
২০১০ থানা থেকে আসছি সন্ধ্যা মন্ডল শরণ দত্ত বাংলা
তারা মধুজা ব্রাত্য বসু বাংলা
তখন ২৩ মোহিনী অতনু ঘোষ বাংলা
মাটি ও মানুষ বাংলা
কাগজের বউ প্রীতি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বাংলা
হুরুমতাল টুইঙ্কেল বাংলা
বংশীওয়ালা নিপা অঞ্জন দাস বাংলা
বাংলা বাঁচাও অনুপ সেনগুপ্ত বাংলা
মনের মানুষ কমলি গৌতম ঘোষ বাংলা
২০১১ আজব প্রেম এবং... ময়না অরিন্দম দে বাংলা
কোথাও কোথাও... জেতে পরি চলো রুউ সংঘমিত্রা চৌধুরী বাংলা
চাত্রক পাওলি বিমুক্তি জয়সুন্দরা বাংলা
বাংলা বাঁচাও মন্দিরা অনুপ সেনগুপ্ত বাংলা
২০১২ বেডরুম প্রিয়াঙ্কা মৈনাক ভৌমিক বাংলা
তিন ইয়ারি কথা সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ বাংলা
হেট স্টোরি কাব্য কৃষ্ণান বিবেক অগ্নিহোত্রী হিন্দি
এলার চার অধ্যয় এলা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বাংলা
২০১৩ হইচই পিয়াল দেবারতি গুপ্তা বাংলা
প্রণয়ী মিমি অরূপ ভাঞ্জা বাংলা
পদোন্নতি সুজা স্নাশীষ চক্রবর্তী বাংলা
অঙ্কুর অরোরা হত্যা মামলা কাজরী সেন সুহেল তাতারী হিন্দি
পারিবারিক অ্যালবাম মৈনাক ভৌমিক বাংলা
বগা সৈকত শোভা লক্ষ্মীকান্ত শেটগাঁওকর কোঙ্কনি
২০১৪ ছায়া মানুষ ত্রিশা অরিন্দম মামদো দে বাংলা
অভিশপ্ত নাইটি মিস মনিকা বিরসা দাশগুপ্ত বাংলা
গ্যাং অব গোস্ট আইটেম গার্ল সতীশ কৌশিক হিন্দি
সাদা ক্যানভাস রুপা সুব্রত সেন বাংলা
হারকিউলিস মিনু সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ বাংলা
পারাপার উর্মিলা সঞ্জয় নাগ বাংলা
২০১৫ অজানা বাতাস দীপা অঞ্জন দাস বাংলা
তবুও অপরিচিত আকাল স্বরূপ ঘোষ বাংলা
অরোনি তাওখোঁ অরোনি সৌরভ চক্রবর্তী বাংলা
নাটকের মতো খেয়া দেবেশ চট্টোপাধ্যায় বাংলা
ইয়ারা সিলি সিলি মল্লিকা ওরফে দেবাংশী এস রায় সুভাষ সেহগাল হিন্দি
২০১৬ জুলফিকার করিশমা আহমেদ সৃজিত মুখোপাধ্যায় বাংলা
খাওতো দময়ন্তী চক্রবর্তী/অন্তরা কমলেশ্বর মুখোপাধ্যায় বাংলা
২০১৭ সোয়াট্টা শিখা হাসিবুর রেজা কল্লোল বাংলা বাংলাদেশি চলচ্চিত্র [৪২]
মাছের ঝোল শ্রীলা প্রতিম ডি. গুপ্তা বাংলা
দেবী দেবী রিক বসু বাংলা
২০১৮ মাটি মেঘলা চৌধুরী সাইবল ব্যানার্জি ও

লীনা গঙ্গোপাধ্যায়

বাংলা
২০১৯ তৃতীয় আধ্যায় শ্রেয়া মনোজ মিশিগান বাংলা
কন্ঠ পৃথা মল্লিক

শিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায়

বাংলা
পাসওয়ার্ড মারিওম কমলেশ্বর মুখোপাধ্যায় বাংলা [৪৩]
সাঁঝবাতি ফুলি সাইবল ব্যানার্জী ও লীনা গঙ্গোপাধ্যায় বাংলা
২০২০ রাত বাকি হ্যায় বাসুকি অবিনাশ দাস হিন্দি ছবিটি জি৫- এ মুক্তি পেয়েছে
ভালোবাসি আজ কাল পরশু প্রতিম ডি. গুপ্তা বাংলা
বুলবুল বিনোদিনী অনভিতা দত্ত হিন্দি
২০২২ ব্যোমকেশ হত্যামঞ্চ সুলোচনা অরিন্দম শীল বাংলা
২০২৩ পালান পাওলি কৌশিক গাঙ্গুলি বাংলা
পাহাড়গঞ্জ হল্ট পৃথা চ্যাটার্জি
একটু সরে বসুন কমলেশ্বর মুখোপাধ্যায় বাংলা
২০২৪ লহো গৌরাঙ্গর নাম রে সৃজিত মুখোপাধ্যায় বাংলা [৪৪]
গুলাব সঞ্জয় নাগ [৪৫][৪৬]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর অনুষ্ঠান ভূমিকা চ্যানেল মন্তব্য
১৯৯৯ জীবন নিয়ে খেলা জি বাংলা [১০]
তিথির অতিথি ইটিভি বাংলা [১০]
তারপর চাঁদ উথলো তারা টিভি [১০]
সোনার হরিণ ইটিভি বাংলা [১০]
জয়া [১০]
কেলেঙ্কারি তারা টিভি
২০১৬ মহানায়ক স্টার জলসা

ওয়েব সিরিজ

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা প্ল্যাটফর্ম বিঃদ্রঃ
২০১৮-২০ কালী অপর্ণা জি৫
২০২২ দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার শবনম সাক্সেনা ডিজনি+ হটস্টার
কর্ম যুদ্ধ ইন্দ্রাণী রায় ডিজনি+ হটস্টার
২০২৩ চার্লি চোপড়া সালোনি ডাবরাল সনিলিভ

প্লেব্যাক গায়ক

[সম্পাদনা]
বছর ফিল্ম সংগীত পরিচালক মন্তব্য
২০০৯ কালবেলা গৌতম ঘোষ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Is 'Chatrak' the boldest film ever made in India? - Movies News - Bangla - ibnlive"web.archive.org। ২০১১-০৯-২৩। ২০১১-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭ 
  2. Dasgupta, Priyanka (১৮ সেপ্টেম্বর ২০১১)। "I'll cast Paoli in my next: Vimukti Jayasundara"The Times of India। ৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২ 
  3. "Which is the raunchiest Hate Story? VOTE!"rediff.com। ২৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ 
  4. ফরিদপুর যেতে চান পাওলিদৈনিক প্রথম আলো। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৬ 
  5. "Actress Paoli Dam Parents"। MerePix। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  6. "Damned if She Does"India Today। ৪ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  7. "Paoli Dam: Who is she?"India Today। ২৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  8. "Smita Patil of Bengali cinema"। ৩০ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১২ 
  9. Paoli Dam on life after Kalbela
  10. "Playing it right"The Telegraph (India)। ২৪ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  11. "Paoli Dam on life after Kalbela"Telegraph Calcutta। ১২ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  12. "Hccheta Ki review"। Screen India। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  13. "Kaalbela review"The Times of India। ২৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  14. "Review Moner Manush"। NDTV। ৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  15. "Moner Manush review"The Times of India। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  16. "A Calcutta girl at the croisette"Telegraph Calcutta। ২৯ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  17. Vats, Rohit (১২ অক্টোবর ২০১১)। "Is 'Chatrak' the boldest film ever made in India?"The Times of India। ২৩ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২ 
  18. Dasgupta, Priyanka (১৫ সেপ্টেম্বর ২০১১)। "Paoli axed from movie promos"The Times of India। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২ 
  19. "Mainak Bhaumik's next film 'Bedroom'"। TollyRise। ৮ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  20. "Bedroom movie review"। WBRi। ২০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  21. "Elar Char Adhyay"The Indian Express review। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  22. "Elar Char Adhyay"The Times of India। ২৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  23. "Teen Yaari Katha movie review"The Times of India। ৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  24. "Mainak Bhaumick's new film with Swastika and Paoli"The Times of India। ২৬ জুন ২০১৩। ২৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩ 
  25. "Chaya Manush review"The Times of India। ৯ ফেব্রুয়ারি ২০১৪। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪ 
  26. "Nightie gets naughty"The Telegraph (India)। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  27. "Team Obhishopto Nighty and their lol V-day outing"The Telegraph (India)। ১২ ফেব্রুয়ারি ২০১৪। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪ 
  28. "Sada Canvas review"The Times of India। ১৯ জুলাই ২০১৪। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪ 
  29. "Hercules review"The Times of India। ১ সেপ্টেম্বর ২০১৪। ৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪ 
  30. "You can create magic even in a two-minute scene'"The Indian Express। ২২ আগস্ট ২০১৪। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪ 
  31. "Paoli Dam : 'Two of my films will be screened at IFFI'"Star Blockbuster। ২৬ অক্টোবর ২০১৩। ৩১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪ 
  32. "Heroines have to be desirable: Paoli Dam"The Times of India। ২৪ আগস্ট ২০১২। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১২ 
  33. "I am choosy about script: Paoli Dam (Interview)"FilmyTown। ১২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৩ 
  34. "Hate Story: Movie Review"The Times of India। ৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  35. "Surveen Chawla replaces Paoli Dam in Hate Story sequel"Hindustan Times। ২৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  36. "Sexy Paoli Dam goes de-glam"। NDTV Movies। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১২ 
  37. "Paoli Dam's role in 'Ankur Arora Murder Case' close to life"Mid Day। ২৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  38. "Paoli Dam in Vikram Bhatt's Ankur Arora Murder, releases 14th June"Parda Phash। ৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  39. "The Brave Outsider"The Telegraph (India)। ২৮ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  40. "Gang of Ghost: Paoli Dam to do item number in Satish Kaushik's film"The Times of India। ২৪ সেপ্টেম্বর ২০১৩। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪ 
  41. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Paoli Dam in third Vikram Bhatt project নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  42. "Shakib Khan and Paoli Dam starring Swatta gets censor board nod"ঢাকা ট্রিবিউন। ১ ফেব্রুয়ারি ২০১৭। ২৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 
  43. @ (২৩ ফেব্রুয়ারি ২০১৯)। "Filming begins today... First look poster of #Bengali film #Password... Stars Dev, Parambrata, Paoli Dam, Rukmini Maitra and Adrit... Directed by Kamaleswar Mukherjee... 4 Oct 2019 release. t.co/kuwuhJk8hz" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  44. "Paoli Dam wraps up her Durga Puja celebration with dhunuchi naach"The Times of India। ২০২১-১০-১৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭ 
  45. "Vardhan Puri's 'Gulab' makes its world premiere at the Chicago South Asian Film Festival"aninews.in। ২৪ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩ 
  46. "Exclusive! Paoli: I instantly loved the script Sanjoy Nag offered to me"OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]