পাকক্কু জেলা ပခုက္ကူခရိုင် | |
---|---|
জেলা | |
স্থানাঙ্ক: ২১°২০′ উত্তর ৯৫°০৬′ পূর্ব / ২১.৩৩৩° উত্তর ৯৫.১০০° পূর্ব | |
দেশ | মিয়ানমার |
অঞ্চল | মগওয়ে অঞ্চল |
আয়তন | |
• মোট | ৩,২০৮.৬ বর্গমাইল (৮,৩১০.২ বর্গকিমি) |
জনসংখ্যা (২০১৪)[১] | ১০,০৫,৫৪৫ |
• জনঘনত্ব | ৩১৩.৪/বর্গমাইল (১২১.০০/বর্গকিমি) |
সময় অঞ্চল | মায়ানমার মান সময় (ইউটিসি+৬:৩০) |
পাকক্কু জেলা (বর্মী: ပခုက္ကူခရိုင်) হল কেন্দ্রীয় মিয়ানমারের মগওয়ে অঞ্চলের একটি জেলা। পাকক্কু শহর হল এই জেলার প্রশাসনিক কেন্দ্র। পাকক্কু হল মগওয়ে বিভাগের বৃহত্তম শহর ও বার্মার (মিয়ানমার) ১৩তম বৃহত্তম শহর।
১৯৪৭ সালে বার্মার ইউনিয়ন প্রতিষ্ঠার পর, ১৯৪৮ সালে দুটি জেলাসহ পাকোক্কু প্রদেশ প্রতিষ্ঠিত হয়। এগুলি হলেন পোকোক্কু জেলা এবং মিনাদাত জেলা, জেলাদুটিতে ১১ টি শহরাঞ্চল রয়েছে। শহরাঞ্চলগুলি হল পোকোক্কু, মিন্দাত, ইয়াগিয়াও, পাউক, সিক্ফিউ, মায়িং, গাঙ্গা, হিটলিন, সা, ক্যানপলেট এবং মাতুপি. রাজধানী শহরটি পোকোক্কু।
১৯৬২ সালের ২ মার্চ জেনারেল নে উইনের নেতৃত্বাধীন সামরিক বাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে বার্মার নিয়ন্ত্রণ নেয় এবং সামরিক বাহিনী কর্তৃক সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়। ১৯৭৪ সালে বার্মা ইউনিয়নের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের নতুন গঠনতন্ত্র গৃহীত হয়।
জেলাতে নিম্নলিখিত শহরাঞ্চল রয়েছে: