পাঙ্গা | |
---|---|
![]() পাঙ্গার পোস্টার | |
পরিচালক | অশ্বিনী আইয়ার তিওয়ারী |
প্রযোজক | ফক্স স্টার স্টুডিওজ |
রচয়িতা | নিখিল মেহরোহত্রা অশ্বিনী আইয়ার তিওয়ারী |
চিত্রনাট্যকার | নীতেশ তিওয়ারী |
শ্রেষ্ঠাংশে | কঙ্গনা রানাওয়াত জসসী গিল রিচা চাড্ডা নীনা গুপ্তা |
সুরকার | সঙ্গীত: শঙ্কর-এহসান-লায় |
চিত্রগ্রাহক | জয় আই. প্যাটেল |
সম্পাদক | বলু সালুজা |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩১ মিনিট[২] |
দেশ | ![]() |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹২৫ কোটি[৩] |
পাঙ্গা (অনু. গণ্ডগোল) ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত কঙ্গনা রানাওয়াত, জসসী গিল, রিচা চাড্ডা এবং নীনা গুপ্তা অভিনীত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রে একটি কাবাডি খেলোয়াড়ের আনন্দময় জীবন তুলা ধরা হয়েছে।[৪]
পানাজি, ভোপাল, দিল্লি এবং কলকাতায় ২০১৮ সালের নভেম্বর হতে ২০১৯ সালের জুলাই পর্যন্ত এই চলচ্চিত্রের মূল চিত্রায়ন সম্পন্ন হয়েছে।[৫][৬] এই চলচ্চিত্রটি ২০২০ সালের ২৪শে জানুয়ারি মুক্তি পায়।[৭][৮]
|access-date2=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)