পাঞ্জাব پنجاب | |
---|---|
জেলা | |
আফগানিস্তানের অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°২৩′০০″ উত্তর ৬৭°০১′০০″ পূর্ব / ৩৪.৩৮৩৩৩° উত্তর ৬৭.০১৬৬৭° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | বামিয়ান |
জনসংখ্যা (২০১০)[১] | |
• মোট | ৬৬,৩০০ |
সময় অঞ্চল | জিএমটি+০৪:৩০ কাবুল |
পাঞ্জাব জেলা আফগানিস্তানের বামিয়ান প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি জেলা। পাঞ্জাব শহরটি হচ্ছে জেলাটির রাজধানী শহর। পাঞ্জাবের পাঁচটি উপত্যকা রয়েছে (দারাই সিয়া, দারাই নার্গিস, দারাই দারাই মাহরেতুপুস, দারাই ঘুপগুরি এবং দারাই তাকুয়াব-বার্গ), জেলার কেন্দ্রস্থলে ৫টি উপত্যকা দিয়ে পানি সরবরাহ হয়ে থাকে।[২] এখানকার জনসংখ্যা সকল মানুষই হাজারা সম্প্রদায়ের।