পাঞ্জাবি এমসি | |
---|---|
![]() লন্ডন মেলা, ২০১০ | |
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | রাজিন্দর সিং রাই |
জন্ম | ১৪/০২/১৯৭৩ কোভেন্ট্রি, ইংল্যান্ড |
ধরন | ইলেকট্রনিকা, ভাঙড়া, অল্টারনেটিভ হিপ হপ, ট্রিপ হপ, এশীয় আন্ডারগ্রাউন্ড |
পেশা | সঙ্গীত প্রযোজক/পরিচালক, সুরকার, সঙ্গীতজ্ঞ, কণ্ঠশিল্পী,এমসি, ডিজে |
কার্যকাল | ১৯৯৩-বর্তমান |
লেবেল | সুপারস্টার রেকর্ডিং (জার্মানিি), ইউনিভার্সাাাল (ভারত), পিএমসি রেকর্ডস (যুক্তরাজ্য) |
ওয়েবসাইট | pmcrecords |
রাজিন্দর সিং রাই ( জন্ম- ১৯৭৩) যিনি পাঞ্জাবি এমসি নামে সমধিক পরিচিত, একজন ব্রিটিশ ভারতীয় ডিজে, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি বিশেষ করে আলোচনায় আসেন যখন তিনি একটি বিখ্যাত পাঞ্জাবি লোকসঙ্গীত ' মুন্ডেয়া(ন) তো বাচকে রাহি' কে আধুনিক সুরারোপে রিমিক্স করেন। এরপর ২০০২ সালে তার এই গানের সুর আমেরিকান র্যাপার জে'জি তার বিওয়্যার অফ দ্য বয়েজ গানে ব্যবহার করলে পাঞ্জাবি এমসি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তিনি আরো খ্যাতিপ্রাপ্ত হন তার ২০০৩ সালের গান যোগীর মাধ্যমে। মার্কিন সংগীত ওয়েবসাইট অলমিউজিক তাকে ভাঙ্গড়া সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দিয়েছে।[১] 'মুন্ডেয়া(ন) তো বাচকে রাহি', যোগি, জাট্টি ইত্যাদি তার কিছু বিখ্যাত প্রযোজিত গান। এছাড়া পাঞ্জাবি এমসি বিভিন্ন বলিউড ও পাঞ্জাবি ফিল্মে সুরারোপ ও সঙ্গীত প্রযোজনা করেছেন।
রাজিন্দর ১৯৯৩ সালে তার ক্যারিয়ার শুরু করেন।পাঞ্জাবি এমসি তার স্টেজ নামটি পাঞ্জাবি ভাষা থেকে নিয়েছেন যে ভাষায় তিনি গান তৈরী ও র্যাপ করেন।[২]<. তার অন্যতম লক্ষ্য হল ভাঙড়ার সাথে হিপ-হপের ফিউশন ঘটানো।[৩]<. এছাড়া তিনি মির্জা নামে একটি গান প্রযোজনা করেন যাতে তুর্কি গায়ক মুস্তাফা সান্দাল এর ইশয়ানকার গানের সুর/সঙ্গীত ব্যবহার হয়। কিন্তু গানটি মুক্তি পায় নি।[৪]<. তার আরেকটি অ্যালবাম, 'ইন্ডিয়ান টাইমিং' ২০০৮ সালে মুক্তি পায়। তার মিউজিক ভিডিও 'স্নেক চার্মার' কানাডার টরন্টোতে ডিজে রা'য়ের মিউজিক ভিডিও নাইটে প্রদর্শিত হয়।
ইন্ডিয়ান টাইমিং অ্যালবামে পাঞ্জাবি এমসি অফরা হাজা'র গান 'ইম নিয়া'নলু' গান থেকে কন্ঠ স্যাম্পল ব্যবহার করেন। এছাড়া তিনি তার অ্যালবাম লিগালাইজড এ 'প্লানেট রক' গানের স্যাম্পল ব্যবহার করেন।(এটি তিনি শিল্পী আফ্রিকা বোম্বাটার আগে ব্যবহার করেছিলেন)। 'জাট হো গায়া শারাবি' গানে টিভি অনুষ্ঠান ম্যাগ্নাম পি,আই গানের স্যাম্পল ব্যবহার করেন। 'মুন্ডেয়ান তো বাচকে রাহিও' তে টিভি অনুষ্ঠান নাইট রাইডারের সঙ্গীতের অংশ বিশেষ ব্যবহার করেন। [৫]<.
রাজিন্দরের টেলিভিশনে অভিষেক ঘটে ২০০১ সালে। ২০০১ সালে তিনি কানাডার অন্টারিওর মিসিসাগার পল ব্যানকুয়েট হলে ডিজে রা'য়ের উপস্থাপনায় 'দ্যা ভাঙড়ামেন্টারি' নামক অনুষ্ঠানে পারফর্ম করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন নামক একটি টিভি সংস্থা। তার অনেকগুলো গান বিভিন্ন টিভি অনুষ্ঠানের ভুমিকা সংগীত হিসেবে ব্যবহার হয়েছে। তিনি স্বপ্না আবাস্থি ও সুখবিন্দার সিং এর সাথে বিখ্যাত বলিউডের গান "ছাইয়া ছাইয়া" রিমিক্স করেন। এই গানটি শাহরুখ খান অভিনীত ১৯৯৯ সালের চলচ্চিত্র "দিল সে..." চলচ্চিত্রের একটি গান।
punjabimc-tombi ft Saleem Shahzada