ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পাত্রিক বিহেতুয়ে আরনাউদ মালো | ||
জন্ম | ১৮ ফেব্রুয়ারি ১৯৯২ | ||
জন্ম স্থান | ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | হাসানিয়াহ আগাদির | ||
জার্সি নম্বর | ২৮ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১১–২০১৩ | ফোর্সেস আর্মি | ২৮ | (৭) |
২০১৩–২০১৫ | এসওএ | ৬৩ | (১০) |
২০১৫–২০১৬ | জোনেস | ২৩ | (১) |
২০১৬–২০১৭ | সুমুহা | ২৯ | (২) |
২০১৭–২০১৮ | ওয়াদি দিজলা | ১৬ | (২) |
২০১৮–২০১৯ | মিমোসাস | ||
২০২০– | হাসানিয়াহ আগাদির | ||
জাতীয় দল‡ | |||
২০১৫– | বুর্কিনা ফাসো | ২৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:০৮, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:০৮, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
পাত্রিক বিহেতুয়ে আরনাউদ মালো (ফরাসি: Patrick Malo; জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৯২; পাত্রিক মালো নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মরক্কী ক্লাব হাসানিয়াহ আগাদির এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১–১২ মৌসুমে, বুর্কিনাবি ক্লাব ফোর্সেস আর্মির হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ফোর্সেস আর্মির হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৩–১৪ মৌসুমে তিনি এসওএ-এ যোগদান করেছেন। এসওএ-এ দুই মৌসুম অতিবাহিত করার পর প্রায় ০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আলজেরীয় ক্লাব জোনেসের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ২৩ ম্যাচে ১টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি সুমুহা, ওয়াদি দিজলা এবং মিমোসাসের হয়ে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি মিমোসাস হতে মরক্কী ক্লাব হাসানিয়াহ আগাদিরে যোগদান করেছেন।
মালো ২০১৫ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পাত্রিক বিহেতুয়ে আরনাউদ মালো ১৯৯২ সালের ১৮ই ফেব্রুয়ারি তারিখে বুর্কিনা ফাসোর ওয়াগাদুগুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
২০১৫ সালের ৯ই অক্টোবর তারিখে, ২৩ বছর, ৭ মাস ও ২১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী মালো মালির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় জিয়েম সোমদার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[১] ম্যাচে তিনি ৫ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[২] ম্যাচটি মালি ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে মালো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মালো ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[৪][৫][৬][৭]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বুর্কিনা ফাসো | ২০১৫ | ১ | ০ |
২০১৬ | ৫ | ০ | |
২০১৭ | ১০ | ০ | |
২০১৮ | ৪ | ০ | |
২০২১ | ২ | ০ | |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ২৩ | ০ |