পানাজি | |
---|---|
শহর | |
গোয়া, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ১৫°২৯′৫৬″ উত্তর ৭৩°৪৯′৪০″ পূর্ব / ১৫.৪৯৮৮৯° উত্তর ৭৩.৮২৭৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | গোয়া |
জেলা | উত্তর গোয়া |
সরকার | |
• Mayor | টোনি রড্রিগুয়েজ altitude=60 |
আয়তন | |
• মোট | ৩৬ বর্গকিমি (১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৫) | |
• মোট | ৬৫,৫৮৬ |
• জনঘনত্ব | ১,৮২১/বর্গকিমি (৪,৭২০/বর্গমাইল) |
ভাষা | |
• অফিসিয়াল | কোঙ্কানি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | 403 001 |
টেলিফোন কোড | 0832 |
যানবাহন নিবন্ধন | GA-01, GA-07 |
পানাজি (ইংরেজি: Panaji) বা পাঞ্জিম ভারতের গোয়া রাজ্যের উত্তর গোয়া জেলার একটি শহর যা গোয়া রাজ্যের বর্তমান রাজধানী। শহরটি মাণ্ডবী নদীর তীরে অবস্থিত।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে পানাজি শহরের জনসংখ্যা হল ৫৮,৭৮৫ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৮১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৫% এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে পানাজি এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।