পানামা জাতীয় ক্রিকেট দল

পানামা
পানামার জাতীয় পতাকা
সংঘপানামা ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়কইরফান হাফেজি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য[] (২০১৭)
আইসিসি অঞ্চলআমেরিকা
আইসিসি র‍্যাংকিং বর্তমান[] সেরা
টি২০আই ৭১তম ৫১তম (১২ মে ২০১৯)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিকবনাম  ত্রিনিদাদ ও টোবাগো (পানামা, ১৯৬৪)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  কোস্টা রিকা (নাউকালপান দে হুয়ারেস, ২৫ এপ্রিল ২০১৯)
সর্বশেষ টি২০আইবনাম  কেইম্যান দ্বীপপুঞ্জ (হার্লিংহ্যাম, ২ মার্চ ২০২৩)
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[] ১৩ ৪/৯ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[] ১/৩ (০ টাই, ০ ফলাফল হয়নি)
৪ মার্চ ২০২৩ অনুযায়ী

পানামা জাতীয় পুরুষ ক্রিকেট দল পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে পানামার প্রতিনিধিত্ব করে। পানামা ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সদস্যপদ লাভ করে।[] ২০১৭ সাল থেকে দলটি আইসিসির একটি সহযোগী সদস্য হিসেবে মর্যাদাপ্রাপ্ত।[]

ইতিহাস

[সম্পাদনা]

পানামা খাল তৈরির সময় ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত ঔপনিবেশিকদের মাধ্যমে পানামায় প্রথম ক্রিকেটের আবির্ভাব ঘটে। পানামাতে বসবাসকারী ভারতীয়দের মধ্যেই মূলত খেলাটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়।[] ২০০২ সালে পানামা আইসিসির সদস্যপদ লাভ করলে দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন করে বৃদ্ধি পেতে শুরু করে।

পানামা ২০১৯ মধ্য আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কোস্টারিকার বিরুদ্ধে নিজেদের প্রথম টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।

২৫ এপ্রিল ২০১৯
১১:৩০
স্কোরকার্ড
কোস্টা রিকা 
১১২/৫ (২০ ওভার)
 পানামা
১১৩/৩ (১৫.৪ ওভার)
জোয়েল কুতিনিয়ো ৩২ (৩৭)
দিলীপ কুমার আহির ২/১১ (২ ওভার)
ইউসুফ ইব্রাহিম ৩৫* (২৩)
জয়নুল তশনম ১/১৬ (৪ ওভার)
পানামা ৭ উইকেটে জয়ী
রেফোর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠ, নাউকালপান দে হুয়ারেস
আম্পায়ার: দিলীপ পাচিচিগর (মেক্সিকো) ও বব ব্যাক্সটার (মেক্সিকো)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইমরান বুলবুলিয়া (পানামা)
  • কোস্টারিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অসওয়াল্ড স্যাম আর্থার, অস্কার ফোর্নিয়ার, ক্রিস্টোফার প্রসাদ, গোপিনাথ মুরালি, জয়নুল তশনম, জোয়েল কুতিনিয়ো, ড্যানিয়েল মেজিয়া, নন্দকুমার রেড্ডি, শচীন রবিকুমার, শ্যাম মুরারি, সুদেশ পিল্লাই (কোস্টারিকা), অনিলকুমার নটুভাই আহির, ইউসুফ ইব্রাহিম, ইমরান বুলবুলিয়া, খেংগরভাই আহির, দিলীপ কুমার আহির, নীল দীপককুমার প্যাটেল, পারিশ ভরত প্যাটেল, বিজয় সচদেব, বিমল চন্দ্র, মাহমাদ দাতা ও মিতুলকুমার প্যাটেল (পানামা)-এর টি২০আই অভিষেক হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতা

[সম্পাদনা]

২০২১ সালের নভেম্বর মাসে অ্যান্টিগায় অনুষ্ঠিত ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব টুর্নামেন্টে পানামা অংশ নেয়। সেখানে দলটি বাহামা দ্বীপপুঞ্জের বিরুদ্ধে জয় পেলেও বাকি পাঁচ ম্যাচের প্রতিটিতে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সাত দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে।

খেলোয়াড়

[সম্পাদনা]

২০২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আমেরিকা উপআঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টে পানামার দলটি ছিল নিম্নরূপ:[]

  • ইরফান হাফেজি (অধি.)
  • অনিলকুমার নটুভাই আহির (উই.)
  • আবদুল্লাহ জাসাত (উই.)
  • আহমদি রাওয়াত (উই.)
  • আহমেদ প্যাটেল
  • খেংগরভাই আহির
  • নিকুঞ্জ আহির
  • ফাইজান প্যাটেল
  • বিশাল ছিমাভাই আহির
  • মাহমুদ জাসাত
  • মোহাম্মদ সোহেল প্যাটেল
  • রাহুল আহির
  • সোহেল প্যাটেল
  • হুজাইফা প্যাটেল (উই.)

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — পানামা[]
৪ মার্চ ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

খেলার রেকর্ড
ফরম্যাট ম্যাচ জয় পরাজয় টাই ফলাফল হয়নি প্রথম ম্যাচ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক ১৩ ২৫ এপ্রিল ২০১৯

টোয়েন্টি২০ আন্তর্জাতিক

[সম্পাদনা]
  • সর্বোচ্চ দলীয় স্কোর: ১৪৮/৬ বনাম মেক্সিকো (নাউকালপান দে হুয়ারেস, ২৭ এপ্রিল ২০১৯)[]
  • সর্বোচ্চ একক স্কোর: ৭২, ইউসুফ ইব্রাহিম বনাম মেক্সিকো (নাউকালপান দে হুয়ারেস, ২৭ এপ্রিল ২০১৯)[১০]
  • ইনিংসে সেরা বোলিং বিশ্লেষণ: ৪/২৬, অনিলকুমার নটুভাই আহির বনাম আর্জেন্টিনা (নর্থ সাউন্ড, ১০ নভেম্বর ২০২১)[১১]

অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[]
টি২০আই #২০১১ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ৪ মার্চ ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

প্রতিপক্ষ ম্যাচ জয় পরাজয় টাই ফলাফল হয়নি প্রথম ম্যাচ প্রথম জয়
সহযোগী সদস্যের বিরুদ্ধে
 আর্জেন্টিনা ১০ নভেম্বর ২০২১ ২৫ ফেব্রুয়ারি ২০২৩
 কানাডা ১৪ নভেম্বর ২০২১
 কেইম্যান দ্বীপপুঞ্জ ২ মার্চ ২০২৩
 কোস্টা রিকা ২৫ এপ্রিল ২০১৯ ২৫ এপ্রিল ২০১৯
 বারমুডা ১১ নভেম্বর ২০২১
 বাহামা দ্বীপপুঞ্জ ১৩ নভেম্বর ২০২১ ১৩ নভেম্বর ২০২১
 বেলিজ ২৬ এপ্রিল ২০১৯
 মার্কিন যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর ২০২১
 মেক্সিকো ২৭ এপ্রিল ২০১৯ ২৭ এপ্রিল ২০১৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ireland and Afghanistan ICC newest full members amid wide-ranging governance reform"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৭ 
  2. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। 
  3. "Records for T20I Matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  4. "Records in 2024 in T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  5. "Panama"ক্রিকেটআর্কাইভ (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 
  6. "Association de Cricket en Panama"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 
  7. "P.C.A Anuncia equipo para ICC AMÉRICAS QUALIFIER que se celebrará en Argentina"পানামা ক্রিকেট অ্যাসোসিয়েশন (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  8. "Records / Panama / Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  9. "Records / Panama / Twenty20 Internationals / Highest totals"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  10. "Records / Panama / Twenty20 Internationals / High scores"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  11. "Records / Panama / Twenty20 Internationals / Best bowling figures in an innings"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  12. "Records / Panama / Twenty20 Internationals / Most runs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 
  13. "Records / Panama / Twenty20 Internationals / Most wickets"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]