সংঘ | পানামা ক্রিকেট অ্যাসোসিয়েশন | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কর্মীবৃন্দ | ||||||||||
অধিনায়ক | ইরফান হাফেজি | |||||||||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য[১] (২০১৭) | |||||||||
আইসিসি অঞ্চল | আমেরিকা | |||||||||
| ||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||||||||
প্রথম আন্তর্জাতিক | বনাম ত্রিনিদাদ ও টোবাগো (পানামা, ১৯৬৪) | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম কোস্টা রিকা (নাউকালপান দে হুয়ারেস, ২৫ এপ্রিল ২০১৯) | |||||||||
সর্বশেষ টি২০আই | বনাম কেইম্যান দ্বীপপুঞ্জ (হার্লিংহ্যাম, ২ মার্চ ২০২৩) | |||||||||
| ||||||||||
৪ মার্চ ২০২৩ অনুযায়ী |
পানামা জাতীয় পুরুষ ক্রিকেট দল পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে পানামার প্রতিনিধিত্ব করে। পানামা ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সদস্যপদ লাভ করে।[৫] ২০১৭ সাল থেকে দলটি আইসিসির একটি সহযোগী সদস্য হিসেবে মর্যাদাপ্রাপ্ত।[১]
পানামা খাল তৈরির সময় ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত ঔপনিবেশিকদের মাধ্যমে পানামায় প্রথম ক্রিকেটের আবির্ভাব ঘটে। পানামাতে বসবাসকারী ভারতীয়দের মধ্যেই মূলত খেলাটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়।[৬] ২০০২ সালে পানামা আইসিসির সদস্যপদ লাভ করলে দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন করে বৃদ্ধি পেতে শুরু করে।
পানামা ২০১৯ মধ্য আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কোস্টারিকার বিরুদ্ধে নিজেদের প্রথম টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।
ব
|
||
জোয়েল কুতিনিয়ো ৩২ (৩৭)
দিলীপ কুমার আহির ২/১১ (২ ওভার) |
ইউসুফ ইব্রাহিম ৩৫* (২৩)
জয়নুল তশনম ১/১৬ (৪ ওভার) |
২০২১ সালের নভেম্বর মাসে অ্যান্টিগায় অনুষ্ঠিত ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব টুর্নামেন্টে পানামা অংশ নেয়। সেখানে দলটি বাহামা দ্বীপপুঞ্জের বিরুদ্ধে জয় পেলেও বাকি পাঁচ ম্যাচের প্রতিটিতে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সাত দলের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে।
২০২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আমেরিকা উপআঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্টে পানামার দলটি ছিল নিম্নরূপ:[৭]
আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — পানামা[৮]
৪ মার্চ ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
খেলার রেকর্ড | ||||||
ফরম্যাট | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ১৩ | ৪ | ৯ | ০ | ০ | ২৫ এপ্রিল ২০১৯ |
পানামার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান[১২]
|
পানামার হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[১৩]
|
অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৮]
টি২০আই #২০১১ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ৪ মার্চ ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।
প্রতিপক্ষ | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
সহযোগী সদস্যের বিরুদ্ধে | |||||||
আর্জেন্টিনা | ২ | ১ | ১ | ০ | ০ | ১০ নভেম্বর ২০২১ | ২৫ ফেব্রুয়ারি ২০২৩ |
কানাডা | ১ | ০ | ১ | ০ | ০ | ১৪ নভেম্বর ২০২১ | |
কেইম্যান দ্বীপপুঞ্জ | ১ | ০ | ১ | ০ | ০ | ২ মার্চ ২০২৩ | |
কোস্টা রিকা | ১ | ১ | ০ | ০ | ০ | ২৫ এপ্রিল ২০১৯ | ২৫ এপ্রিল ২০১৯ |
বারমুডা | ২ | ০ | ২ | ০ | ০ | ১১ নভেম্বর ২০২১ | |
বাহামা দ্বীপপুঞ্জ | ২ | ১ | ১ | ০ | ০ | ১৩ নভেম্বর ২০২১ | ১৩ নভেম্বর ২০২১ |
বেলিজ | ২ | ০ | ২ | ০ | ০ | ২৬ এপ্রিল ২০১৯ | |
মার্কিন যুক্তরাষ্ট্র | ১ | ০ | ১ | ০ | ০ | ৭ নভেম্বর ২০২১ | |
মেক্সিকো | ১ | ১ | ০ | ০ | ০ | ২৭ এপ্রিল ২০১৯ | ২৭ এপ্রিল ২০১৯ |