ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | পাবলো আচা গনসালেস |
জন্ম | [১] বুর্গোস, স্পেন | ৪ আগস্ট ১৯৯৬
ক্রীড়া | |
দেশ | স্পেন |
ক্রীড়া | তীরন্দাজী |
বিভাগ | বাঁকানো |
পাবলো আচা গনসালেস (স্পেনীয়: Pablo Acha; জন্ম: ৪ আগস্ট ১৯৯৬; পাবলো আচা নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় তীরন্দাজ, যিনি স্পেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
আচা স্পেনের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
পাবলো আচা গনসালেস ১৯৯৬ সালের ৪ঠা আগস্ট তারিখে স্পেনের বুর্গোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আচা স্পেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ২৯টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৬২ পয়েন্ট নিয়ে তিনি ৩৩তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৩২তম স্থান অধিকারী চীনা তাইপেইয়ের লিন জিহ-সিয়াংয়ের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
অন্যদিকে তিনি এবং এলিয়া কানালেস একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৫৫টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩২৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ৫–৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[৮][৯]