পারাভুর,কোল্লম പരവൂര് | |
---|---|
শহর | |
কেরালা, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ৮°৪৮′৪০″ উত্তর ৭৬°৪০′০৮″ পূর্ব / ৮.৮১১° উত্তর ৭৬.৬৬৯° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কেরালা |
জেলা | কোল্লাম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৩,৭৩৯[১][১] |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ওয়েবসাইট | www |
পারাভুর (মালয়ালম: പരവൂര് Paravūr) or দক্ষিণ পারাভুর (ইংরেজি: Paravoor) ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।পারাভুরের সুন্দর হ্রদ এবং সমুদ্র উপকূল দর্শক এবং বিদেশী পর্যটকদের আকৃষ্ট করে। এখানকার প্রধান আকর্ষণ পারাভুর কয়াল (হ্রদ) ও আরব সাগরের অন্তঃসংযোগ। পারাভুর কোল্লম সংযোগ থেকে ১৫মিনিটে রেলের মাধ্যমে (১২ কিলোমিটার (৭.৫ মা)) পৌছান যায়। পারাভুর কোল্লম থেকে সড়কপথে ২১ কিলোমিটার (১৩ মা) দুর।
পারাভুর পৌরসভা কোত্তপুরম, কুনাইল, থেক্কুমভাগম, চিল্লক্কাল, পেরুম্পুঝা, নেদুংগোলম, পোঝিকারা, মনিয়মকুলম, কুরুমন্ডল, কোত্তামুলা, আত্তিনপুরম এবং কোচালোমুদু নিয়ে গঠিত।[২] পারাভুর পৌরসভা কেরালায় গ্রেড ২ পৌরসভা।
পারাভুর কেরালাতে একমাত্র পৌরসভা যেটি সম্পূর্ণভাবে সৌরশক্তি দিয়ে চালিত।[৩]
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে পারাভুর শহরের জনসংখ্যা হল ৩৮,৬৪৯ জন।[৪] এর মধ্যে পুরুষ ৪৭% এবং নারী ৫৩%।
এখানে সাক্ষরতার হার ৭৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮১% এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে পারাভুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।
২০১১ সালের ভারতের আদম শুমারি অনুসারে,[৫] পারাভুর শহরের জনসংখ্যা ৪৩,৭৩৯ জন। (শহরের জনসংখ্যা এবং গ্রামের জনসংখ্যা যথাক্রমে ৩৮,৭৫২ এবং ৫,০৮৭)। পরিবারের মোট সংখ্যা ৯,১৫৫।
কোপেন-নির্ধারক জলবায়ু শ্রেণিবিন্যাস পদ্ধতি পারাভুর জলবায়ুকে ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক হিসাবে শ্রেণীভুক্ত করে। (Aw).
পারাভুর-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৩০.২ (৮৬.৪) |
৩০.৯ (৮৭.৬) |
৩১.৯ (৮৯.৪) |
৩১.৯ (৮৯.৪) |
৩১.৪ (৮৮.৫) |
২৯.২ (৮৪.৬) |
২৮.৮ (৮৩.৮) |
২৯.১ (৮৪.৪) |
২৯.৪ (৮৪.৯) |
২৯.৫ (৮৫.১) |
২৯.৩ (৮৪.৭) |
২৯.৬ (৮৫.৩) |
৩০.১ (৮৬.২) |
দৈনিক গড় °সে (°ফা) | ২৬.৪ (৭৯.৫) |
২৭.১ (৮০.৮) |
২৮.২ (৮২.৮) |
২৮.৬ (৮৩.৫) |
২৮.৩ (৮২.৯) |
২৬.৫ (৭৯.৭) |
২৬.১ (৭৯.০) |
২৬.৪ (৭৯.৫) |
২৬.৬ (৭৯.৯) |
২৬.৬ (৭৯.৯) |
২৬.৪ (৭৯.৫) |
২৬.১ (৭৯.০) |
২৬.৯ (৮০.৫) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ২২.৬ (৭২.৭) |
২৩.৩ (৭৩.৯) |
২৪.৬ (৭৬.৩) |
২৫.৪ (৭৭.৭) |
২৫.৩ (৭৭.৫) |
২৩.৯ (৭৫.০) |
২৩.৫ (৭৪.৩) |
২৩.৭ (৭৪.৭) |
২৩.৮ (৭৪.৮) |
২৩.৮ (৭৪.৮) |
২৩.৫ (৭৪.৩) |
২২.৭ (৭২.৯) |
২৩.৮ (৭৪.৯) |
উৎস: Climate-Data.org[৬] |
পারাভুর শহর ঘিরে বহু ব্যাক-ওয়াটার এবং হ্রদ আছে। পারাভুরের মোহনা এখন বিশ্ব বিখ্যাত। সড়ক ও অন্য যানবাহনের অগ্রগতি হওয়ায়, অন্তর্দেশীয় জলপথ উপেক্ষিত হয়েছে। রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায়, একদা চালু অন্তর্দেশীয় জলপথ পদ্ধতিকে,এক উচ্চাভিলাষী জলপথ যোগাযোগ ব্যাবস্থায় ,পুনর্নবীকরণের প্রচেষ্টা শুরু করার চেষ্টা চলছে। পোঝিকারা এবং কপ্পিল যাবার পথে এগুলি সহজেই চোখে পড়ে। হ্রদ গিয়ে সমুদ্রে মিশেছে এবং মধ্যে কিছুটা জায়গায়, একটি রাস্তা হ্রদ ও সমুদ্রকে পৃথক করেছে, সেটিও দেখা যায়। [৭]
|সংগ্রহের-তারিখ=, |আর্কাইভের-তারিখ=
(সাহায্য)