পারিসা বখতাভার Parisa Bakhtavar | |
---|---|
জন্ম | ১৯৭২ (বয়স ৫২–৫৩) |
জাতীয়তা | ইরানী |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৯২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আসগর ফরহাদি |
সন্তান | শিরিনা ফরহাদি সাগর |
পারিসা বখতাভার (ফারসি: پریسا بختآور) একজন ইরানি চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক। তার টেলিভিশন সিরিজ, পশত-ই কনকুরিহার জন্য পরিচিত, যেটিতে তাদের কলেজের ভর্তি পরীক্ষার জন্য অধ্যয়নরত উচ্চ বিদ্যালয়ের সিনিয়রদের জীবন অনুসরণ তেরি করা হয়েছে। প্রথম ছবি দায়ের-ইয়ে জাঙ্গি তেহরানে মেহরান মোদিরি অভিনীত একটি চলচ্চিত্র।[১][২]
১৯৯০ সালে চলচ্চিত্র পরিচালক আসগর ফরহাদি কে বিবাহ করেন। তাদের দুজন সন্তান রয়েছে শিরিনা ফরহাদি ও সাগর।