পারুল চৌহান থাক্কার | |
---|---|
![]() | |
জন্ম | পারুল চৌহান লখিমপুর খেরি, উত্তর প্রদেশ, ভারত |
পেশা | টেলিভিশন অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৭ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | চিরাগ থাক্কার (বি. ২০১৮) |
পারুল চৌহান থাক্কার হলেন একজন ভারতীয় টিভি অভিনেত্রী ও মডেল যিনি বিদায় ধারাবাহিকে রাগিণী চরিত্রে অভিনয় করেছেন।[১] তিনি নাচ বিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝলক দিখলা জা তেও অংশ নিয়েছেন।[২] ২০০৯ সালে তিনি ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছিলেন।[৩] তিনি বর্তমানে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় শিরোনামের একটি টিভি ধারাবাহিকে অভিনয় করছেন।[৪][৫]
২০০৭ সালে বিদায় টিভি ধারাবাহিকে রাগিণী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। ২০০৯ সালে তিনি ঝলক দিখলা জা (সিজন ৩) এ অংশ নিয়েছিলেন।
২০১০ সালে তিনি রিশতোঁ সে বড়ি প্রথা টিভি ধারাবাহিকে অভিনয় করেন। তিনি পুনর্বিবাহ - এক নয়ি উমিদ, মেরি আশিকি তুম সে হি এর মত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন।[৬] বর্তমানে তিনি ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় টিভি ধারাবাহিকে স্বর্ণা চরিত্রে অভিনয় করছেন।[৫]
বছর | অনুষ্ঠান | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০০৭–১০ | বিদায় | রাগিণী রণবীর রাজবংশ | প্রধান নারী চরিত্রে অভিষেক |
২০০৯ | ঝলক দিখলা জা (সিজন ৩) | নিজ ভূমিকায় | প্রতিযোগী |
২০১০–১১ | রিশতোঁ সে বড়ি প্রথা | সুরভী অভয় সূর্যবংশী | প্রধান চরিত্র |
২০১১–১২ | অমৃত মন্থন | নিজ ভূমিকায় | অতিথি চরিত্র |
২০১২ | সাবধান ইন্ডিয়া | ||
২০১৩ | পুনর্বিবাহ - রক নয়ি উমিদ | দিব্য রাজ জাখোতিয়া | প্রধান চরিত্র |
২০১৫–১৬ | মেরি আশিকি তুম সে হি | আরতি সিং আহলাওয়াল | পার্শ্বচরিত্র |
২০১৬–১৯ | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় | স্বর্ণা মনিশ গোয়েংকা | পার্শ্বচরিত্র |
বছর | পুরস্কার | বিভাগ | ধারাবাহিক | ফলাফল |
---|---|---|---|---|
২০০৮ | ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী | বিদায় | বিজয়ী |
২০০৯ | স্টার পরিবার অ্যাওয়ার্ডস | জনপ্রিয় বধূ | বিদায় | বিজয়ী |
২০১০ | জনপ্রিয় ভাবি | বিদায় | বিজয়ী | |
জনপ্রিয় বধূ | বিদায় | বিজয়ী | ||
২০১৮ | জি গোল্ড অ্যাওয়ার্ডস | পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় | বিজয়ী |
২০১৮ সালের ১২ ডিসেম্বরে তিনি চিরাগ থাক্কারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৭][৮]