পার্মা বিশ্ববিদ্যালয়

পার্মা বিশ্ববিদ্যালয়
Università degli Studi di Parma
পার্মা বিশ্ববিদ্যালয়ের প্রতীক
লাতিন: Alma Universitas Studiorum Parmensis
ধরনসরকারী
স্থাপিতএকাদশ শতাব্দি
রেক্টরঅধ্যাপক লোরিস বোরঘি
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১,১০০
শিক্ষার্থী৩২,০০০
অবস্থান,
ক্রীড়া দলCUS পার্মা (http://www.cusparma.it)
অধিভুক্তিwww.unipr.it
মানচিত্র

পার্মা বিশ্ববিদ্যালয় (ইতালীয়: Università degli Studi di Parma, UNIPR) বিশ্বের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি যা বারো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ১৮টি বিভাগ নিয়ে গঠিত। [] ২০১৩-এর নভেম্বরের হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩২,০০০ ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। []

ইতিহাস

[সম্পাদনা]

ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীতে পার্মাতে স্তুদিউম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তবে ১৩৮৭ সালে মিলানের ডিউক জিয়ান গালেয়াজ্জো ভিসকন্তি সেটি বন্ধ করে দেন। পার্মা বিশ্ববিদ্যালয়টি ১৪১২ সালে নিক্কোলো তৃতীয় ডি'এস্তে চালু করেন এবং কোনও পাপাল বুল জারি করা না হলেও, এখানে ডিগ্রি প্রদান করা হত। ১৪২০ সালে ফিলিপ্পো মারিয়া ভিসকন্তি আবার এটি বন্ধ করে দেন। []

উল্লেখযোগ্য ছাত্র, প্রাক্তন ছাত্র এবং অনুষদ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "University of Parma"Times Higher Education (THE) (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 
  2. "University of Parma"Top Universities (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 
  3. Grendler 2004, পৃ. 126–128।