পালামৌ বিভাগ

মানচিত্রে গোলাপি রঙে পালামৌ বিভাগ

পালামৌ বিভাগ ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের পাঁচটি প্রশাসনিক বিভাগের একটি। এর বিভাগীয় সদর দপ্তর রয়েছে পালামৌ জেলার মেদিনীনগর শহরে।

ইতিহাস

[সম্পাদনা]
১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ সময়কালীন মানচিত্র

এটি পূর্বতন ছোটনাগপুর বিভাগের অন্তর্গত ছিল। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় ছোটনাগপুর বিভাগের অন্তর্গত জেলাগুলি ছিলো, হাজারিবাগ, মানভূম, পালামৌ, রাঁচি, পূর্ব ও পশ্চিম সিংভূম৷ পূর্বতন এই পালামৌ জেলাই আদতে বর্তমান পালামৌ বিভাগ৷ ১৭ই চৈত্র ১৩৯৭ বঙ্গাব্দে বা ১লা এপ্রিল ১৯৯১ খ্রিস্টাব্দে পূর্বতন পালামৌ জেলা থেকে পশ্চিমে নতুন গাড়োয়া জেলা গঠন করা হয়। ১৯৯২ খ্রিস্টাব্দে ২রা মে গাড়োয়া ও পালামৌ দুটি জেলা নিয়ে ছোটনাগপুর বিভাগ থেকে পালামৌ বিভাগ খণ্ডিত হয়৷ পরে ২৯শে কার্তিক ১৪০৭ বঙ্গাব্দে বা ২০০০ সালের ১৫ই নভেম্বর তারিখে বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হলে উক্ত সমস্ত জেলা নবগঠিত ঝাড়খণ্ড রাজ্যে যুক্ত হয়৷ ২১শে চৈত্র ১৪০৭ বঙ্গাব্দ বা ৪ঠা এপ্রিল ২০০১ খ্রিষ্টাব্দে পালামৌ জেলা থেকে দক্ষিণাংশ নিয়ে নতুন লাতেহার জেলা গঠন করা হয়।

জেলা তালিকা

[সম্পাদনা]

২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই বিভাগটি তিনটি জেলা নিয়ে গঠিত। এগুলি হলো: পালামৌ জেলা, লাতেহার জেলা এবং গাড়োয়া জেলা[]

জেলা আয়তন (বর্গকিমি) সদর জনসংখ্যা (২০১১)
গাড়োয়া জেলা ৪,০৯৩ গাড়োয়া ১৩,২২,৭৮৪
পালামৌ জেলা ৪,৩৯৩ মেদিনীনগর ১৯,৩৯,৮৬৯
লাতেহার জেলা ৪,২৯১ লাতেহার ৭,২৬,৯৭৮

পালামৌ বিভাগটি ১২,৭৭৭ বর্গকিমি ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং মোট জনসংখ্যা ৩৯,৮৯,৬৩১ জন৷ বিভাগে সর্বাধিক ক্ষেত্রফল যুক্ত ও সর্বাধিক জনবহুল জেলা পালামৌ৷

আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:

আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ[]

  পালামৌ জেলা (৩৪.৩৮%)

জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:

২০১১ খ্রিস্টাব্দের জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ[]

  পালামৌ জেলা (৪৮.৬২%)

ধর্ম ও ভাষা

[সম্পাদনা]
ক্রম জেলার নাম জনসংখ্যা ২০১১ - ৩৯,৮৯,৬৩১ হিন্দু ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৩২,৬০,৬৯৩ (৮১.৭৩%) ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৫,০২,৭৮৩ (১২.৬০%) খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৭০,৯৮৫ (১.৭৮%) শিখ ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৯৭৭ (০.০৩%) বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৬৮৭ (০.০২%) জৈন ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ৩২০ (০.০১%) অন্যান্য ধর্মাবলম্বী জনসংখ্যা ২০১১ - ১,৫৩,১৮৬ (৩.৮৪%) সংখ্যাগরিষ্ঠ ধর্ম ২০১১ - হিন্দু
পালামৌ ১৯,৩৯,৮৬৯ ১৬,৮৩,১৬৯ (৮৬.৭৭%) ২,৩৮,২৯৫ (১২.২৮%) ৬,১৬৪ (০.৩২%) ৭৩৪ (০.০৪%) ১৮৮ (০.০১%) ২৮৪ (০.০১%) ১১,০+৫ (০.৫৭%) হিন্দু
গাড়োয়া ১৩,২২,৭৮৪ ১১,০৪,৪৭৫ (৮৩.৫০%) ১,৯৪,৬৮০ (১৪.৭২%) ১৭,১৬৮ (১.৩০%) ১২৩ (০.০১%) ৩৭১ (০.০৩%) ২০ ৫,৯৪৭ (০.৪৫%) হিন্দু
লাতেহার ৭,২৬,৯৭৮ ৪,৭৩,০৪৯ (৬৫.০৭%) ৬৯,৮০৮ (৯.৬০%) ৪৭,৬৫৩ (৬.৫৫%) ১২০ (০.০২%) ১২৮ (০.০২%) ১৬ ১,৩৬,২০৪ (১৮.৭৪%) হিন্দু

পালামৌ মূলত পশ্চিমা খোট্টা বা খোট্টা-মাগধীভাষী অঞ্চল। তবে এই বিভাগের পশ্চিম দিকের জেলাগুলিতে ভোজপুরি এবং দক্ষিণ-পশ্চিম দিকে সাদরিভাষী ও দক্ষিণ-পূর্ব দিকে কুরুখ ভাষাভাষীর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। বিভাগটিতে কথিত ভাষার পাইচিত্র নিম্নরূপ:

২০১১ খ্রিস্টাব্দ অনুসারে পালামৌ বিভাগের ভাষাসমূহ[]

  হিন্দি (৫৪.৮২%)
  মাগধী (২২.২৫%)
  সাদরি-নাগপুরি (৬.৯৭%)
  উর্দু (৬.০২%)
  কুরুখ (৪.০২%)
  ভোজপুরি (২.৭০%)
  অন্যান্য (৩.২২%)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rail Services Disrupted During Maoist Bandh in Jharkhand"Outlook। ৫ জানুয়ারি ২০১০। ১৭ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১০ 
  2. https://www.census2011.co.in/census/state/districtlist/jharkhand.html
  3. https://www.censusindia.gov.in/2011census/C-16.html