![]() | এই নিবন্ধের উদাহরণ এবং দৃষ্টিভঙ্গিসমূহ সম্ভবত বিষয়বস্তুটিকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করছে না। (জানুয়ারি ২০২০) |
পালিয়ে বিয়ে (প্রণয়ের উদ্দেশ্যে তরুণ-তরুণীর একত্র পলায়ন) বা ইংরেজিতে ইলোপমেন্ট (ইংরেজি: elopement) হচ্ছে এক ধরনের বিয়ে যেটা হঠাৎ এবং গোপনে করা হয়, এটি করা হয় যখন প্রেমযুগলের তরুণ কিংবা তরুণীর পরিবার তাদের বিয়ে মেনে না নেয় এই অবস্থায় কিংবা সমাজ মেনে নিচ্ছেনা এরকম। যে সকল তরুণ-তরুণী পালিয়ে করে সাধারণত ঐসব দেশের সমাজ রক্ষণশীলতাবাদী হয়ে থাকে।[১][২]
পালিয়ে বিয়ে সর্বপ্রথম ফ্রান্সের সমাজে সপ্তদশ শতাব্দীতে দেখা গিয়েছিলো, তখন এই ধরনের বিয়ে সমাজে পুরোপুরি গোপন রাখা হতো, এরপর অষ্টাদশ শতাব্দীতে এই ধরনের বিয়ে পশ্চিম ইউরোপে অনেক বৃদ্ধি পেয়েছিলো, যদিও বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপের সমাজে পালিয়ে বিয়ে সমাজ দ্বারা পুরোপুরি সমর্থিত হয়ে যাওয়ায় পালিয়ে বিয়ের ধারাটি লোপ পায়।[৩][৪]