পিটার জেমস গাই অ্যালডাউস[১] (জন্ম ২৬ আগস্ট ১৯৬১) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। ২০১০ সালের সাধারণ নির্বাচন থেকে তিনি সাফোকের ওয়েভেনি নির্বাচনী এলাকার সংসদ সদস্য (এমপি) ছিলেন।
আলডাউস ২০১৬ সালের গণভোটের আগে ব্রেক্সিটের বিরোধিতা করেছিলেন।[২]