পিটার বেনেনসন

পিটার বেনেনসন
একটি মোমবাতি আলোতে ৭০ বছর বয়সী একজন হাসিখুশি মানুষ
১৯৯১ সালে একটি মোমবাতির আলোতে বেনেনসন
জন্ম
পিটার জেমস হেনরি সলোমন

(১৯২১-০৭-৩১)৩১ জুলাই ১৯২১
লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২৫ ফেব্রুয়ারি ২০০৫(2005-02-25) (বয়স ৮৩)
অক্সফোর্ড, ইংল্যান্ড
সমাধিনুনেহাম কোর্টারি কবরস্থানে
জাতীয়তাব্রিটিশ
পরিচিতির কারণআন্তর্জাতিক সেবাধর্মী সেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠিতা
দাম্পত্য সঙ্গীমার্গারেট অ্যান্ডারসন (?-১৯৭২; বিবাহবিচ্ছেদ; ২ সন্তান)
সুসান বুথ (১৯৭৩[]-২০০৫; মৃত্যু; ২ সন্তান)[]
পিতা-মাতাফ্লোরা বেনেনসন
হ্যারল্ড সলোমন

পিটার বেনেনসন (৩১ জুলাই ১৯২১ - ২৫ ফেব্রুয়ারি ২০০৫) ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী, মানবাধিকার কর্মী এবং মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল(আই এ) এর প্রতিষ্ঠাতা। তিনি ২৮ মে ১৯৬১ সালে আন্তর্জাতিক সেবাধর্মী সেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Peter Benenson"। benensonsociety.org। ৩১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২০ 
  2. Philip Steele (২০১১)। Activists (20th century lives)আইএসবিএন 978-1-44-883292-7 

বহিঃসংযোগ

[সম্পাদনা]