পিতাহ্ | |||||
---|---|---|---|---|---|
![]() মমিকৃত মানুষের রূপে মাআতের প্রতীকের উপর দণ্ডায়মান পিতাহ্, হাতে একটি রাজদণ্ড বা লাঠি যেটিতে সম্মিলিত আংখ-দিজেদ চিত্রিত রয়েছে | |||||
চিত্রলিপি |
| ||||
প্রধান অর্চনাকেন্দ্র center | মেমফিস | ||||
প্রতীক | দিজেদ স্তম্ভ, ষাঁড় | ||||
মাতাপিতা | কেউ না (স্বয়ম্ভূ বা অসৃষ্ট) | ||||
সঙ্গী | সেখমেত ও বাস্ত | ||||
সন্তানসন্ততি | নেফেরতেম, মাহেস |
প্রাচীন মিশরীয় ধর্ম |
---|
![]() |
পিতাহ্ /ˈtɑː/[১] (মিশরীয়: ptḥ, পুনঃনির্মিত [piˈtaħ]; প্রাচীন গ্রিক: Φθά; কিবতীয়: ⲡⲧⲁϩ)[২] ছিলেন একজন প্রাচীন মিশরীয় দেবতা। তিনি ছিলেন কারিগর ও স্থপতিদের দেবতা। মেমফিসে পূজিত ত্রিদেবতার মধ্যে তিনি ছিলেন সেখমেতের স্বামী তথা নেফেরতেমের পিতা। এছাড়া তাকে সন্ত ইমহোটেপেরও পিতা মনে করা হত।
উইকিমিডিয়া কমন্সে পিতাহ্ সম্পর্কিত মিডিয়া দেখুন।