দেশ | যুক্তরাষ্ট্র |
---|---|
প্রতিষ্ঠিত | ৩ নভেম্বর ১৯৬৯ |
প্রধান কার্যালয় | ক্রিস্টাল সিটি, আর্লিংটন, ভার্জিনিয়া |
প্রচারের স্থান | সারা যুক্তরাষ্ট্রে কানাডা |
বিশেষ ব্যক্তি | পলা কার্গার (প্রেসিডেন্ট এবং সিইও) জনাথান বার্জিলে (সিওও) |
আরম্ভের তারিখ | ৫ অক্টোবর ১৯৭০ |
অফিসিয়াল ওয়েবসাইট | www |
পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস, সংক্ষেপে পিবিএস (ইংরেজি: Public Broadcasting Service), একটি যুক্তরাষ্ট্রভিত্তিক জনসাধারণের অর্থায়নে পরিচালিত সম্প্রচার সংস্থা এবং অলাভজনক সংগঠন।[১] এটি যুক্তরাষ্ট্রে শিক্ষাবিষয়ক অনুষ্ঠানের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান। পিবিএসের ৩৫০-এর বেশি সদস্য টেলিভিশন কেন্দ্র রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোর মালিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, অলাভজনক সংগঠনসমূহ এবং মার্কিন রাষ্ট্র সরকারের যুক্ত সংস্থাসমূহ। এটি ভার্জিনিয়ার আর্লিংটনে স্থাপিত।
পিবিএসের অনুষ্ঠানসমূহে রয়েছে ওয়াশিংটন ওইক, বার্নি অ্যান্ড ফ্রেন্ডস, সেসামি স্ট্রিট ইত্যাদি।
পিবিএসের উদ্বোধন হয় ১৯৬৯ সালের ৩ নভেম্বরে। বন্ধ ন্যাশনাল এডুকেশনাল টেলিভিশনের জায়গা নিয়ে যাত্রা শুরু করে ১৯৭০ সালের ৫ অক্টোবরে, এবং ১৯৭৩ সালে পিবিএস এডুকেশনাল টেলিভিশন স্টেশনসের সাথে যুক্ত হয়।[২][৩]
২০১৯ সালে পিবিএস উনাদের সদর দপ্তর আর্লিংটনের ক্রিস্টাল সিটির এক নুতন ভবনে সরানর পরিকল্পনা করে। ওই ভবনে তাদের লোগো লাগানো হয়, যেটার ৪০ বছর থেকে সীমাবদ্ধতা আছিল।[৪][৫]