ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পিয়ের-এমেরিক এমিলিয়ানো ফ্রঁসোয়া অবামেয়াং[১] | ||
জন্ম | ১৮ জুন ১৯৮৯ | ||
জন্ম স্থান | লাভাল, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
১৯৯৫–১৯৯৭ | লুইসেরি | ||
১৯৯৭–১৯৯৮ | নিস | ||
১৯৯৮–১৯৯৯ | লুইসেরি | ||
১৯৯৯–২০০১ | লাভালোয়া | ||
২০০১–২০০৫ | রোয়ঁ | ||
২০০৫–২০০৭ | বাস্তিয়া | ||
২০০৭–২০০৮ | এসি মিলান | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০১১ | এসি মিলান | ০ | (০) |
২০০৮–২০০৯ | → দিজোঁ (ধার) | ৩৪ | (৮) |
২০০৯–২০১০ | → লিল (ধার) | ১৪ | (২) |
২০১০–২০১১ | → মোনাকো (ধার) | ১৯ | (২) |
২০১১ | → সেঁত-এতিয়েন (ধার) | ১৪ | (২) |
২০১১–২০১৩ | সেঁত-এতিয়েন | ৭৩ | (৩৫) |
২০১৩–২০১৮ | বরুসিয়া ডর্টমুন্ড | ১৪৪ | (৯৮) |
২০১৮–২০২২ | আর্সেনাল | ১২৮ | (৬৮) |
২০২২ | বার্সেলোনা | ১৮ | (১১) |
২০২২– | চেলসি | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০১২ | গ্যাবন অনূর্ধ্ব-২৩ | ৩ | (১) |
২০০৯–২০২২ | গ্যাবন | ৭২ | (৩০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
পিয়ের-এমেরিক এমিলিয়ানো ফ্রঁসোয়া অবামেয়াং (ফরাসি: Pierre-Emerick Aubameyang; জন্ম: ১৮ জুন ১৯৮৯; পিয়ের-এমেরিক অবামেয়াং নামে সুপরিচিত) হলেন একজন গ্যাবনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
১৯৯৫–৯৬ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব লুইসেরির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে অবামেয়াং ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে নিস, লুইসেরি, লাভালোয়া, বাস্তিয়া এবং এসি মিলানের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।[৪] ২০০৭–০৮ মৌসুমে, ইতালীয় ক্লাব এসি মিলানের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। অতঃপর দিজোঁ, লিল, মোনাকো এবং সেঁত-এতিয়েনের হয়ে ধারে খেলেছেন। ২০১০–১১ মৌসুমে তিনি প্রায় ২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব সেঁত-এতিয়েনে যোগদান করেছেন। সেঁত-এতিয়েনের হয়ে তার সর্বশেষ মৌসুমে তিনি ২০১২–১৩ কুপ দে লা লিগের শিরোপা জয়লাভ করেছেন। সেঁত-এতিয়েনে তিন মৌসুম অতিবাহিত করার পর প্রায় ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ২১৩ ম্যাচে ১৪১টি গোল করেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি প্রায় ৬৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে আর্সেনালে যোগদান করেছেন, যেখানে তিনি ১২৮ ম্যাচে ৬৮টি গোল করার পাশাপাশি দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ২০২১–২২ মৌসুমে, তিনি আর্সেনাল হতে স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেছেন।[৫] ২০২২–২৩ মৌসুমে, তিনি প্রায় ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা হতে ইংরেজ ক্লাব চেলসিতে যোগদান করেছেন।
২০০৯ সালে, অবামেয়াং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করার তিন বছর পর, তিনি গ্যাবন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গ্যাবনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০০৯ সালে গ্যাবনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; গ্যাবনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭২ ম্যাচে ৩০টি গোল করেছেন। তিনি গ্যাবনের হয়ে এপর্যন্ত ৪টি আফ্রিকা কাপ অব নেশন্সে (২০১০, ২০১২, ২০১৫ এবং ২০১৭) অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগতভাবে, অবামেয়াং বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৫–১৬ বুন্দেসলিগার মৌসুম সেরা খেলোয়াড় এবং ২০১৮–১৯ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট অন্যতম।[৬] দলগতভাবে, অবামেয়াং এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি সেঁত-এতিয়েনের হয়ে, ৩টি বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে এবং ২টি আর্সেনালের হয়ে জয়লাভ করেছেন।
পিয়ের-এমেরিক এমিলিয়ানো ফ্রঁসোয়া অবামেয়াং ১৯৮৯ সালের ১৮ই জুন তারিখে ফ্রান্সের লাভালে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
অবামেয়াং গ্যাবন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে গ্যাবনের প্রতিনিধিত্ব করেছেন। গ্যাবনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন। এছাড়াও তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২২ সালের ১৮ই মে তারিখে অবামেয়াং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন।[৭]
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ | লিগ কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
এসি মিলান | ২০০৭–০৮ | সেরিয়ে আ | ০ | ০ | ০ | ০ | — | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
দিজোঁ (ধার) | ২০০৮–০৯ | লিগ ২ | ৩৪ | ৮ | ৪ | ২ | ১ | ০ | — | — | ৩৯ | ১০ | ||
লিল (ধার) | ২০০৯–১০ | লিগ ১ | ১৪ | ২ | ০ | ০ | ১ | ০ | ৯ | ০ | — | ২৪ | ২ | |
মোনাকো (ধার) | ২০১০–১১ | লিগ ১ | ১৯ | ২ | ১ | ০ | ৩ | ০ | — | — | ২৩ | ২ | ||
সেঁত-এতিয়েন | ২০১০–১১ | লিগ ১ | ১৪ | ২ | — | — | — | — | ১৪ | ২ | ||||
২০১১–১২ | ৩৬ | ১৬ | ০ | ০ | ২ | ২ | — | — | ৩৮ | ১৮ | ||||
২০১২–১৩ | ৩৭ | ১৯ | ৪ | ২ | ৪ | ০ | — | — | ৪৫ | ২১ | ||||
মোট | ৮৭ | ৩৭ | ৪ | ২ | ৬ | ২ | — | — | ৯৭ | ৪১ | ||||
সেঁত-এতিয়েন বি (ধার) | ২০১০–১১ | ফরাসি জাতীয় চ্যাম্পিয়নশিপ ২ | ২ | ০ | — | — | — | — | ২ | ০ | ||||
বরুসিয়া ডর্টমুন্ড | ২০১৩–১৪ | বুন্দেসলিগা | ৩২ | ১৩ | ৬ | ২ | — | ৯ | ১ | ১ | ০ | ৪৮ | ১৬ | |
২০১৪–১৫ | ৩৩ | ১৬ | ৪ | ৫ | — | ৮ | ৩ | ১ | ১ | ৪৬ | ২৫ | |||
২০১৫–১৬ | ৩১ | ২৫ | ৪ | ৩ | — | ১৪ | ১১ | — | ৪৯ | ৩৯ | ||||
২০১৬–১৭ | ৩২ | ৩১ | ৪ | ২ | — | ৯ | ৭ | ১ | ০ | ৪৬ | ৪০ | |||
২০১৭–১৮ | ১৬ | ১৩ | ১ | ৩ | — | ৬ | ৪ | ১ | ১ | ২৪ | ২১ | |||
মোট | ১৪৪ | ৯৮ | ১৯ | ১৫ | — | ৪৬ | ২৬ | ৪ | ২ | ২১৩ | ১৪১ | |||
আর্সেনাল | ২০১৭–১৮ | প্রিমিয়ার লিগ | ১৩ | ১০ | — | ১ | ০ | — | — | ১৪ | ১০ | |||
২০১৮–১৯ | ৩৬ | ২২ | ১ | ১ | ২ | ০ | ১২ | ৮ | — | ৫১ | ৩১ | |||
২০১৯–২০ | ৩৬ | ২২ | ২ | ৪ | ০ | ০ | ৬ | ৩ | — | ৪৪ | ২৯ | |||
২০২০–২১ | ২৯ | ১০ | ১ | ১ | ০ | ০ | ৮ | ৩ | ১ | ১ | ৩৯ | ১৫ | ||
২০২১–২২ | ১৪ | ৪ | ০ | ০ | ১ | ৩ | — | — | ১৫ | ৭ | ||||
মোট | ১২৮ | ৬৮ | ৪ | ৬ | ৪ | ৩ | ২৬ | ১৪ | ১ | ১ | ১৬৩ | ৯২ | ||
বার্সেলোনা | ২০২১–২২ | লা লিগা | ১৭ | ১১ | — | — | ৬ | ২ | — | ২৩ | ১৩ | |||
২০২২–২৩ | ১ | ০ | ০ | ০ | — | ০ | ০ | — | ১ | ০ | ||||
মোট | ১৮ | ১১ | ০ | ০ | ০ | ০ | ৬ | ২ | ০ | ০ | ২৪ | ১৩ | ||
চেলসি | ২০২২–২৩ | প্রিমিয়ার লিগ | ০ | ০ | — | — | — | — | ০ | ০ | ||||
সর্বমোট | ৪৪৬ | ২২৬ | ৩২ | ২৫ | ১৫ | ৫ | ৮৭ | ৪২ | ৫ | ৩ | ৫৮৫ | ৩০১ |
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
গ্যাবন | ২০০৯ | ৭ | ২ |
২০১০ | ১০ | ৩ | |
২০১১ | ৫ | ০ | |
২০১২ | ৮ | ৪ | |
২০১৩ | ৪ | ৩ | |
২০১৪ | ৪ | ২ | |
২০১৫ | ১০ | ৫ | |
২০১৬ | ৪ | ২ | |
২০১৭ | ৪ | ২ | |
২০১৮ | ২ | ১ | |
২০১৯ | ৫ | ১ | |
২০২০ | ২ | ১ | |
২০২১ | ৬ | ৩ | |
২০২২ | ১ | ১ | |
সর্বমোট | ৭২ | ৩০ |