এই নিবন্ধটির তথ্যছকটি অন্য একটি ভাষা থেকে সম্পূর্ণ বা আংশিক অনুবাদ করা হয়নি। |
পিয়ের-জোসেফ প্রুদোঁ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৯ জানুয়ারি ১৮৬৫ | (বয়স ৫৬)
যুগ | উনিশ শতকের দর্শন |
অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
ধারা | সমাজতন্ত্র, নৈরাজ্যবাদ, mutualism |
প্রধান আগ্রহ | Liberty, property, authority, poverty, social justice, egalitarianism |
উল্লেখযোগ্য অবদান | সম্পত্তি হলো চুরি, নৈরাজ্যই শৃঙ্খলা, অর্থনৈতিক সংঘ, নৈরাজ্যবাদী ক্রমাগমনবাদ |
ভাবগুরু | |
পিয়ের-জোসেফ প্রুদোঁ("প্রুধোঁ" প্রতিবর্ণীকরণও প্রচলিত) (১৮০৯-১৮৬৫) ফরাসি প্রাবন্ধিক, অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিক। তিনি ছিলেন ক্ষুদে বুর্জোয়ার তত্ত্বপ্রবক্তা ও নৈরাজ্যবাদের আদি তাত্ত্বিকদের একজন।[১] তিনিই প্রথম নৈরাজ্যবাদ ও ফরাসি শ্রমিকসংঘবাদের তত্ত্ব রচনা করেন। তিনি বলেন সরকারের অবলুপ্তি আর শোষণের অবলুপ্তি একই সাথে চলবে। দুটি একই, অভিন্ন কাজ। তার মতে রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবে শ্রমিকদের নিজস্ব অর্থনৈতিক সংস্থা গড়ে তুলতে হবে। বৈপ্লবিক দিক থেকে বিকেন্দ্রীভূত এবং বহুকেন্দ্রিক সামাজিক ব্যবস্থা হবে তার চরিত্র। তার গ্রন্থ "সম্পত্তি কী" কার্ল মার্ক্স কর্তৃক প্রশংসিত হয়। তিনি প্রুদোঁকে রাজনৈতিক অর্থনীতির বিজ্ঞানসম্মত রচয়িতা বলে উল্লেখ করেন। মার্ক্সের পবিত্র পরিবার গ্রন্থে প্রুদোঁর প্রশংসা রয়েছে। কিন্তু প্রুদোঁর গ্রন্থে বিবৃত দারিদ্র্যের দর্শনকে বিরূপ সমালোচনা করে দর্শনের দারিদ্র্য শীর্ষক গ্রন্থে মার্ক্স পরবর্তী সময়ে প্রুদোঁর কঠোর সমালোচক হয়ে ওঠেন। তিনি বলেন অর্থনৈতিক বর্গগুলি হলো তাত্ত্বিক ধারণা, সামাজিক উৎপাদন সম্পর্কের বিমূর্তকরণ। কিন্তু প্রুদোঁ এই সত্য উলটোভাবে দেখেছেন, যেমনটা ভাববাদী দার্শনিকেরা দেখে থাকেন।[২]