পিস টিভি উর্দু | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২০০৯ |
মালিকানা | জাকির নায়েক (প্রতিষ্ঠাতা ও সভাপতি) |
চিত্রের বিন্যাস | ৫৭৬আই (এসডিটিভি) |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
প্রচারের স্থান | এশিয়া, |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | পিস টিভি, পিস টিভি বাংলা[১] |
ওয়েবসাইট | www.peacetvurdu.org |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
স্কাই (ইউকে) | ৮২১ |
পিস টিভি উর্দু (ইংরেজি: Peace TV Urdu); হল উর্দু ভাষার টেলিভিশন চ্যানেল। এটি ইংরেজি চ্যানেল পিস টিভি এর একটি সহোদর চ্যানেল যেটি বিশ্বব্যাপী প্রচারিত হয় সংযুক্ত আরব আমিরাত এর দুবাই থেকে ২৪/৭। পিস টিভি উর্দুর সকল অনুষ্ঠানমালা উর্দুতে সম্পূর্ণ বিনামূল্য প্রচারিত হয়। পিস টিভি উর্দুর চ্যানেলটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি হলেন বিশ্ববরেণ্য বক্তা জাকির নায়েক; তিনি ভারতের মুম্বাই থেকে ইসলামিক প্রচারক হিসেবে ভূমিকা পালন করছেন।
এসকল অনুষ্ঠানের পাশাপাশি নিযমিতভাবে আরও অনেক অনুষ্ঠানমালা সাম্প্রতিক সময়ে পিস টিভি উর্দূতে সম্প্রচারিত হচ্ছে।