পিস টিভি বাংলা | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২২ এপ্রিল ২০১১ |
মালিকানা | জাকির নায়েক (প্রতিষ্ঠাতা ও সভাপতি) লর্ডস প্রোডাকশন লিমিটেড ইউনিভার্সাল ব্রডকাস্টিং কর্পোরেশন লিমিটেড এর একটি সহায়ক |
চিত্রের বিন্যাস | ৫৭৬আই (এসডিটিভি) |
স্লোগান | মানবতার সমাধান |
দেশ | ব্রিটিশ ভারতীয় |
প্রচারের স্থান | এশিয়া, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | পিস টিভি, পিস টিভি উর্দু |
প্রাপ্তিস্থান | |
টেরেস্ট্রিয়াল | |
কৃত্রিম উপগ্রহ | |
স্কাই (ইউকে) | ৮২২ |
টাটা স্কাই | ২০১১ |
পিস টিভি বাংলা হল একটি বাংলা ভাষার ইসলামী টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল। পিস টিভি বাংলা অনুষ্ঠামালা বাংলা ভাষায় সম্প্রচারিত হয় এবং কিছু কিছু অনুষ্ঠানমালা ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে প্রচারিত করা হয়ে থাকে; বিশেষ করে জাকির নায়েকের লেকচার। পিস টিভি নেটওয়ার্কের সকল টিভি চ্যানেলসমূহ সম্পূর্ণ বিনামূল্য অনুষ্ঠান প্রচার করে। পিস টিভি বাংলা এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি হলেন জাকির নায়েক।
২০১১ সালের ২২ এপ্রিল থেকে পিস টিভি বাংলা চ্যানেল বিশ্বব্যাপী প্রচার করা হচ্ছে, প্রধানত ইসলামী দেশগুলোর জন্য বিশেষ করে বাংলাভাষী দেশসমূহ যেমন বাংলাদেশ, ভারত সহ বিশ্বের সকল বাঙালীদের জন্য। চ্যানেলটি বিশ্বব্যাপী অন্তর্ভুক্ত করা হয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।[১][২] খুব শ্রীঘ্রই এটি বিশ্বের অন্যান্য দেশেও প্রচারিত হবে। ২১শে জানুয়ারি ২০০৬ সাল থেকে এটির সহোদর চ্যানেল পিস টিভি বিশ্বের ২০০টির বেশি দেশে প্রচারিত হয়ে আসছে।[৩] যেমন: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকাসহ বিশ্বব্যাপী।[১][২] ২০০৯ সালে (পিস টিভি উর্দু) চালু করা হয়েছিল, যেটি বিশেষ করে বিশ্বজুড়ে উর্দু ভাষাভাষী দর্শকদের জন্য নিবেদিত। পিস টিভি নেটওয়ার্ক সরাসরি অনুষ্ঠান প্রচার করে থাকে।[৪] প্রাপ্তবয়স্ক ও তরুণদের পাশাপাশি শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানমালার জন্য পিস টিভি নেটওয়ার্কের সভাপতি জাকির নায়েক প্রায়ই এটিকে একটি "শিক্ষামূলক চ্যানেল" বলে থাকেন।[৫]
২০১৬ সালের ১০ই জুলাই চ্যানেলটি বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।[৬]
২২ এপ্রিল ২০১১ সালে উপগ্রহ বিএডিআর-৩ নেভিগেশন আরবসাট প্রাথমিকভাবে পিস টিভি বাংলা প্রথমত চালু করা হয়েছিল; সেপ্টেম্বর ২০১২ সালে পিস টিভি পাওয়া সহজলভ্যভাবে পাওয়া যায় স্যাটেলাইট গালাক্সি ১৯, ২৪/৭, ইংরেজি, উর্দু এবং বাংলা ভাষায়। সেপ্টেম্বর ২০০৭ এর হিসাবে, পিস টিভি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং ইউকে-তে পাওয়া যায় "বিএসকেওয়াইবি" তে। এটি আরও ওভার দ্য এয়ার পাওয়া যায় (ওটিএ) নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, শিকাগো, ফিলাডেলফিয়া, হাউস্টন, ডালাস, মিয়ামি, আটলান্টা এবং সিয়াটল মধ্যে। এটি লাইভস্টেশন উপগ্রহ টেলিভিশন কম্পিউটারে অ্যাপ্লিকেশন থেকে বিনামূল্যে পাওয়া যায়।[৭] চ্যানেলটি ইসলামী রিসার্চ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল থেকে ডা. জাকির নায়েক মালিকানাধীন রেজিস্টার্ড চ্যারিটি থেকে ২০০৯ সালে £১.২৫ মিলিয়ন গ্রহণ করে।