পীর্কনকরনাই பீர்க்கன்கரணை | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
চেন্নাইতে পীর্কনকরনাইয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ১২°৫৪′৪০″ উত্তর ৮০°০৬′১৩″ পূর্ব / ১২.৯১১১২৬° উত্তর ৮০.১০৩৬৩৬° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
মহানগর | চেন্নাই |
ব্লক | সেন্ট থমাস মাউন্ট |
সরকার | |
• শাসক | সিএমডিএ |
উচ্চতা | ২৫ মিটার (৮২ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৯,২৫০ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৬৩ |
টেলিফোন কো.ড | ০৪৪-২২৭৪ |
যানবাহন নিবন্ধন | TN-11 (টিএন-১১) |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | তাম্বরম |
সিভিক এজেন্সি | চেন্নাই পুরনিগম তাম্বরম অঞ্চল |
ওয়েবসাইট | www |
পীর্কনকরনাই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি জনগণনা নগর। ২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে পীর্কনকরনাইয়ের জনগণনা ছিলো ১৭,৫২১ জন৷[১] শহরটিতে রয়েছে ১৬ টি ওয়ার্ড৷
২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[৩] পীর্কনকরনাইয়ের মোট জনসংখ্যা ২৯,২৫০ জন, যেখানে ১৪,৭৪৯ জন পুরুষ ও ১৪,৫০১ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৮৩ জন নারীর বাস৷[৪] মোট পরিবার সংখ্যা ৭,৪৮৮ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,০৮২, যা মোট জনসংখ্যার ১০.৫৪ শতাংশ৷ পীর্কনকরনাইয়ের মোট সাক্ষরতার হার ৯২.০০ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৫.৫৪ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৮.৪৭ শতাংশ৷[৫] জনসংখ্যার ১৬.২ শতাংশ তফসিলি জাতি ও ০.৬০ শতাংশ তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত৷[৬]