পুণ্য শব্দটি প্রধানত ধর্মীয় ভক্তি বা আধ্যাত্মিকতাকে বোঝাতে ব্যবহৃত হয়[১]। পুণ্যের প্রচলিত ধারণাসমূহের একটি অতি সাধারণ উপাদান হল নম্রতা বা নিরহঙ্কারিতা। এছাড়া বিভিন্ন ধর্মে ঈশ্বরের সান্নিধ্য ও সহায় লাভৰ উপায়কেও পুণ্য হিসেবে নির্দেশ করা হৈছে।