পুনম সিনহা

পুনম সিনহা
জন্ম
পুনম চন্ডিরামানী

(1949-11-03) ৩ নভেম্বর ১৯৪৯ (বয়স ৭৫)
অন্যান্য নামকোমল
পেশাঅভিনেত্রী
দাম্পত্য সঙ্গীশত্রুঘ্ন সিনহা (বি. ১৯৮০)
সন্তানলাভ সিনহা
কুশ সিনহা
সোনাক্ষী সিনহা

পুনম সিনহা (অথবা চন্ডিরামানী) (জন্ম: ৩ নভেম্বর ১৯৪৯) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং ফ্যাশন মডেল। তিনি তার ক্যারিয়ারের শুরুর দিকে, কোমল নামে হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি ১৯৬৮ সালে আয়োজিত "মিস ইয়াং ইন্ডিয়া" জয়লাভ করেছেন। তিনি হিন্দি চলচ্চিত্রতে পার্শ্ব ভূমিকায় অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রের প্রযোজক ছিলেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

পুনম হায়দ্রাবাদের একটি সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন।[]

ক্যারিয়ার

[সম্পাদনা]

জিগরি দোস্ত, দিল দিওয়ানার মতো চলচ্চিত্রে তিনি কোমল নামে নিজেকে উপস্থাপন করেছিলেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত সবক চলচ্চিত্রে তিনি শত্রুঘ্ন সিনহার বিপরীতে অভিনয় করেছিলেন।

এই দুইজন পরবর্তীতে ১৯৮০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে, দুইজন সর্বপ্রথম ভ্রমণকালে একটি ট্রেনের ভবনে সাক্ষাৎ করেছিলেন।[] বিয়ের পর, তিনি মূলত তার সন্তানদের লালনপালন করার জন্য তার অভিনয় পেশা ছেড়ে দেন।[] ত্রিশ বছরের দীর্ঘতম বিরতির পর, তিনি ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জোধা আকবরে অভিনয় করেন, যেখানে তিনি হামিদা বানু বেগম চরিত্রে অভিনয় করেছিলেন। মোলিকা হামিদা বানু বেগম - সম্রাট আকবরের মা, হৃত্বিক রোশন দ্বারা পরিচালিত, চলচ্চিত্র পরিচালক আশুতোষ গোয়ারিকের পরিচালিত।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৮০ সালে, তিনি অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাকে বিয়ে করেন। তাদের দুই ছেলে, অভিনেতা লাভ সিনহা এবং কুশ সিনহা এবং এক কন্যা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা রয়েছে।[][]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
প্রযোজক হিসেবে
  • প্রেম গীত (১৯৮১) (সহকারী প্রযোজক)
  • মেরা দিল লেকে দেখো (২০০৬)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Response is overwhelming, says Poonam Sinha"। The Times of India। ৫ মে ২০০৯। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৩ 
  2. Pradhan S. Bharati (12 June 2012), "It’s work first for Sonakshi", The Telegraph. Retrieved 23 June 2018.
  3. "Shatrughan Sinha: The role of a lifetimeTNN"। The Times of India। ১১ জুলাই ২০০২। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৩ 
  4. "I gave up films for my kids: Poonam Sinha"। Yahoo Lifestyle। ২৫ এপ্রিল ২০১২। ১৮ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৩ 
  5. "Actor-politician Shatrughan Sinha's first wife Poonam performs Chhath"। India Today। ২০ নভেম্বর ২০১২। 
  6. Lata Khubchandani (৭ মার্চ ২০০৮)। "The women behind our heroes"। Sify movies। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]