পুয়েরারিয়া টিউবারোসা | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ![]() | |
জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
ক্লেড: | সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস) |
ক্লেড: | ইউডিকটস |
গোষ্ঠী: | রোসিদস |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
উপপরিবার: | Faboideae |
গণ: | Pueraria (Willd.) DC. |
প্রজাতি: | P. tuberosa |
দ্বিপদী নাম | |
Pueraria tuberosa (Willd.) DC. | |
প্রতিশব্দ[১] | |
|
পুয়েরারিয়া টিউবারোসা এক বা একাধিক বৃহৎ টিউবারাস রুটযুক্ত (কন্দমূল) একটি লতাজাতীয় ও কুণ্ডলীজাতীয় উদ্ভিদ প্রজাতি, যার টিউবার্কলযুক্ত কাষ্ঠল স্টেম থাকে। এটি সাধারণত বিদারীকন্দ,[২] কুদ্জু,[৩] ভারতীয় কুদ্জু,[৪] নেপালি কুদ্জু[৪] নামে এবং সংস্কৃতে ভুকুশমণ্ডী (भूकुशमंडी)[৫] নামে পরিচিত। এর কন্দগুলো (tubers) সাধারণত গোলাকার অথবা পাত্রের মতো, দৈর্ঘ্যে প্রায় ২৫ সেন্টিমিটার (৯.৮ ইঞ্চি) হয়ে থাকে। কন্দের ভেতরের অংশ সাদা, স্টার্চযুক্ত ও হালকা মিষ্টি স্বাদের হয়। পাতা ত্রিপত্রী (trifoliate) এবং বিকল্পবিন্যাসী (alternate)। অন্যদিকে যুগ্মপত্রের একক অংশগুলো (leaflets) ডিম্বাকৃতি বিশিষ্ট, গোলাকার ভিত্তিযুক্ত এবং অসম প্রান্তযুক্ত। এগুলো দৈর্ঘ্যে ১৮ সেমি ও প্রস্থে ১৬ সেমি এবং উপরের অংশ লোমহীন। ফুল উভগামী, প্রস্থচ্ছেদের দিকে প্রায় ১.৫ সেমি, নীল অথবা বেগুনি-নীল রঙের। ফলের শুঁটি রৈখিক, লম্বায় প্রায় ২-৫ সেমি (০.৭৯-১.৯৭ ইঞ্চি) এবং এর বীজগুলো ঘনসন্নিবিষ্ট অবস্থায় থাকে। ফলগুলো রেশমি, উজ্জ্বল লালচে-বাদামী রোমশযুক্ত। প্রতিটি ফলে বীজের সংখ্যা ৩ থেকে ৬ পর্যন্ত পরিবর্তিত হয়।
এটি ভারত,[৪][৬] পাকিস্তান[৬] ও নেপালের আদিম অধিবাসী উদ্ভিদ প্রজাতি। তেলুগুতে এটি নীলা গুম্মাদি, দারি গুম্মাদি, বিদারী কন্দ নামে অভিহিত।
ঔষধ বা আয়ুর্বেদিক কোম্পানির এজেন্টদের কাছে অবৈধভাবে কন্দ বিক্রি করে এমন ভেষজ উদ্ভিদ সংগ্রহকারীদের কারণে বনভূমিতে জন্মানো কুদ্জু বিলুপ্তির মুখোমুখি। কালোবাজারে ১০ কেজির লাল জাতের কুদ্জু কন্দের দাম ভারতীয় মুদ্রায় প্রায় লক্ষ টাকা পর্যন্ত হয় বলে মনে করা হয়। কন্দ গাছ থেকে ঝরে পড়ে না, ফলে নির্দিষ্ট ব্যক্তি সিরিঞ্জ ব্যবহার করে কন্দের রস আনেন।[তথ্যসূত্র প্রয়োজন]
![]() |
ফেজওলিয়া বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |