পুর চমন Pur Chaman پُرچمن | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান [১] | |
স্থানাঙ্ক: ৩৩°০৮′২৪″ উত্তর ৬৩°৫১′৩৬″ পূর্ব / ৩৩.১৪০০০° উত্তর ৬৩.৮৬০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ফারাহ প্রদেশ |
জনসংখ্যা (২০১০)[২] | |
• মোট | ৫২,০০০ |
পুর চমন (এছাড়াও উচ্চারণ করা হয়ে থাকে পুরচামান অথবা পোরচামন) আফগানিস্তানের ফারাহ প্রদেশ এর একটি অন্যতম পাহাড়ী জেলা। ২০১০ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা প্রায় ৫২,০০০ জন এর মত, যার মধ্যে ৯৫% তাজিক এবং বাকী ৫% পশতুন সম্প্রদায়ের। জেলাটির প্রধান গ্রাম পুরচামনও বলা হয়ে থাকে, ৩৩°৮′২৯″ উত্তর ৬৩°৫১′৪১″ পূর্ব / ৩৩.১৪১৩৯° উত্তর ৬৩.৮৬১৩৯° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করে ১৪৩১ মিটার উচ্চতায় অবস্থিত।
পুর চমন ১৯৭০-এর দশকের শেষের দিকে আইমাক জাতিগত গোষ্ঠীর নকশবন্দী সুফি নেতা (পির) এর জন্য ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র ছিল, যেখানে শেষ পীর বাহাউদ্দিন তারাকি সরকারের অধীনে নিহত হন।[৩]