পুলহ |
---|
পরিবার | ব্রহ্মা (পিতা) |
---|
দাম্পত্য সঙ্গী | ক্ষমা, গতি |
---|
সন্তান | কর্দমা, কনকপীঠ, উর্বরীবত, পিভারী, কর্মশ্রেষ্ঠ, বারিয়াংশু, সহিষ্ণু,কিমপুরুষগণ |
---|
পুলহ (সংস্কৃত: पुलह) হলেন বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার পুত্র এবং সপ্তর্ষির মধ্যে অন্যতম। সপ্তর্ষির আর ছয়জন সদস্য হলেন মরীচি, অত্রি, পুলস্ত্য, অঙ্গিরা, ক্রতু, বশিষ্ঠ।[১] অন্যমতে, পুলহ হলেন প্রজাপতির মধ্যে অন্যতম একজন।[২]
মহাভারত অনুসারে, কিংপুরুষরা ছিলেন ঋষি পুলহের সন্তানাদি।
প্রথম মন্বন্তর এ জন্মের সময়, পুলহ দক্ষের কন্যা, ক্ষমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন পুত্র ছিল -কর্দম, কনকপীঠ এবং উর্বরীবত এবং এক মেয়ে পীভারি। ভাগবত পুরাণ অনুসারে পুলহ, ঋষি কর্দম ও দেবাহুতির কন্যা গতির সাথেও বিবাহ করেছিলেন। পুলহ ও গতির তিন পুত্র ছিল - কর্মশ্রেষ্ঠ, বারিয়াংসু ও সহীষ্ণু। ঋষি পুলহকে প্রজাপতি ব্রহ্মার পঞ্চম পুত্র বলে মনে করা হয়। তিনি ব্রহ্মার মস্তিষ্ক থেকে উদ্ভূত হয়েছিলেন।[৩] ব্রহ্মা সপ্তর্ষি (সাতজন ঋষি) এবং দশ প্রজাপতি তৈরি করেছিলেন। সনাতন বিশ্বাস অনুযায়ী, এরাই হলেন সকল মানবজাতির পিতা। পুলহ ঋষি সানন্দনের কাছ থেকে জ্ঞানশক্তি অর্জন করেন ও সমস্ত জ্ঞান মহামুনি গৌতমকে সঞ্চারিত করেছিলেন। তিনি অলকানন্দা নদীর তীরে তীব্র তপস্যা করেছিলেন এবং তার জন্য দেবরাজ ইন্দ্রের সভায় উপস্থিত হয়ে সম্মানিত হন। কথিত আছে যে, রাজা ভরত তাঁর সমস্ত রাজ্যাকাঙ্ক্ষা পরিত্যাগ করে পুলহের স্নেহের আশ্রয় চেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে, ঋষি পুলহ ভগবান শিবের এক মহান উপাসক ছিলেন। পুলহের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব বারাণসীতে পুলহেশ্বর রূপে আবির্ভূত হন।[৪]
- ↑ Inhabitants of the Worlds Mahanirvana Tantra, translated by Arthur Avalon, (Sir John Woodroffe), 1913, Introduction and Preface. The Rishi are seers who know, and by their knowledge are the makers of shastra and "see" all mantras. The word comes from the root rish Rishati-prapnoti sarvvang mantrang jnanena pashyati sangsaraparangva, etc. The seven great Rishi or saptarshi of the first manvantara are Marichi, Atri, Angiras, Pulaha, Kratu, Pulastya, and Vashishtha. In other manvantara there are other sapta-rshi. In the present manvantara the seven are Kashyap, Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamadagni, Bharadvaja. To the Rishi the Vedas were revealed. Vyasa taught the Rigveda so revealed to Paila, the Yajurveda to Vaishampayana, the Samaveda to Jaimini, Atharvaveda to Samantu, and Itihasa and Purana to Suta. The three chief classes of Rishi are the Brah-marshi, born of the mind of Brahma, the Devarshi of lower rank, and Rajarshi or Kings who became Rishis through their knowledge and austerities, such as Janaka, Ritaparna, etc. Thc Shrutarshi are makers of Shastras, as Sushruta. The Kandarshi are of the Karmakanda, such as Jaimini.
- ↑ Wilkins, W.J. (২০০৩)। Hindu Mythology। New Delhi: D.K. Printworld (P) Limited। পৃষ্ঠা 370। আইএসবিএন 81-246-0234-4।
- ↑ "Pulaha Rishi"।
- ↑ Sathyamayananda, Swami। Ancient sages। Mylapore, Chennai: Sri Ramakrishna Math। পৃষ্ঠা 29–31। আইএসবিএন 81-7505-356-9।
|
---|
সপ্তর্ষি | প্রথম (স্বয়ম্ভুব) মন্বন্তর | |
---|
দ্বিতীয় (স্বরোচিষ) মন্বন্তর | |
---|
তৃতীয় (উত্তম) মন্বন্তর | |
---|
চতুর্থ (তাপস) মন্বন্তর | |
---|
পঞ্চম (রৈবত) মন্বন্তর | |
---|
ষষ্ঠ (চাক্ষুষ) মন্বন্তর | |
---|
সপ্তম (বৈবস্বত) মন্বন্তর | |
---|
|
---|
অন্যান্য | |
---|
|