পুলিনবিহারী বাস্কে | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ২০০৯ - ২০১৪ [১] | |
পূর্বসূরী | রূপচাঁদ মুর্মু |
নির্বাচনী এলাকা | ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ[১] |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | [১] দাঁতন, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ | ২৫ এপ্রিল ১৯৬৮
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ![]() |
বাসস্থান | বর্ধমান, নয়া দিল্লি[১] |
প্রাক্তন শিক্ষার্থী | Kolkata Medical College[১] |
জীবিকা | চিকিৎসক, রাজনীতিবিদ[১] |
ডঃ পুলিন বিহারী বাস্কে একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের পঞ্চদশ লোকসভার সংসদ সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম আসনের প্রতিনিধিত্ব করেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) রাজনৈতিক দলের সদস্য।
পুলিন বাস্কের জন্ম দান্তানে ( পশ্চিমবঙ্গ )।[তথ্যসূত্র প্রয়োজন][ উদ্ধৃতি প্রয়োজন ] কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর, তিনি পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদের সাথে একজন মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে কাজ শুরু করেন।
পুলিন বাস্কে প্রথমবারের মতো এমপি হন। এর আগে তিনি জেলা পরিষদের অন্যান্য পদে ছিলেন।
# | থেকে | প্রতি | অবস্থান |
---|---|---|---|
01 | 1998 | 2002 | চেয়ারম্যান, মেদিনীপুর জেলা পরিষদ |
02 | 2002 | 2008 | চেয়ারম্যান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ |
03 | 2009 | 2014 | সদস্য, পঞ্চদশ লোকসভা |
04 | 2009 | 2014 | সদস্য, পল্লী উন্নয়ন কমিটি |
05 | 2013 | 2014 | সদস্য, সংসদ সদস্যদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্পের কমিটি |