পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন | |
---|---|
![]() পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মনোগ্রাম | |
সংক্ষেপ | পিবিআই |
সংস্থা পরিদর্শন | |
প্রতিষ্ঠাকাল | ১৮ সেপ্টেম্বর, ২০১২ |
কর্মচারী | ২০২৭ |
অঞ্চল কাঠামো | |
পরিচালনার অঞ্চল | ![]() |
সাধারণ প্রকৃতি | |
পরিচালনামূলক কাঠামো | |
সংস্থার কার্যনির্বাহক |
|
মাতৃ-সংস্থা | বাংলাদেশ পুলিশ |
ওয়েবসাইট | |
অফিসিয়াল ওয়েবসাইট |
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ই জানুয়ারি ২০১৬ সালে পিবিআই এর জন্য একটি নিজস্ব বিধিমালা অনুমোদিত হওয়ার পর পিবিআই কর্তৃক মামলা তদন্তের কার্যক্রম শুরু হয়। পিবিআই মূলত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধ ইত্যাদি সংক্রান্ত অপরাধ তদন্ত করে থাকে।
২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে ৯৭০ জনবল নিয়ে পিবিআই যাত্রা শুরু করলেও বর্তমানে ২০২০ জনবল নিয়ে বাংলাদেশের মোট ৪২ টি জেলায় পিবিআই এর সর্বমোট ৪৯ টি ইউনিট কাজ করছে। কার্যক্রম শুরুর পর থেকে পিবিআই এর ইউনিটসমূহ জিআর ও সিআর মামলাসমূহ তদন্ত করে আসছে। পিবিআই একজন অতিরিক্ত আইজির নেতৃত্বে পরিচালিত হয়। অপারেশনাল কার্যক্রম অনুসারে পিবিআই পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এ দুইটি অঞ্চলে বিভক্ত। দুইজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ দুটি অঞ্চল পরিচালিত হয়। এছাড়া কাজের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ৮টি অপরাধ বিভাগ ও ৭৪ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিট একজন পুলিশ সুপার দ্বারা পরিচালিত। পিবিআই হেডকোয়ার্টার্স এর অধীনে এসআইএন্ডও, ডিজিটাল ফরেনসিক ল্যাব, সিটিইউ ও অর্গানাইজড ক্রাইম ইউনিট পরিচালিত হয়।
২০১১ সালে পুলিশ এ্যাক্টের একটি ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পিবিআই গঠিত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের একটি আধুনিক ও নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে।
ক্র. ন. | নাম | পদবি | থেকে | পর্যন্ত |
---|---|---|---|---|
১ | মো: শাহাব উদ্দীন কোরেশী | ডিআইজি | ২২-১২-২০১২ | ০৪-০৬-২০১৫ |
২ | ব্যারিস্টার মাহবুবুর রহমান, পিপিএম | ডিআইজি | ০৪-০৬-২০১৫ | ৩১-০৩-২০১৬ |
৩ | বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম | ডিআইজি/অতিরিক্ত আইজিপি | ৩১-০৩-২০১৬ | ৩১-০৭-২০২৪ |
৪ | মো. তওফিক মাহবুব চৌধুরী | অতিরিক্ত আইজিপি | ১৩-০৮-২০২৪ | অদ্যবধি |
পিবিআই বিশেষায়িত একটি দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর আদলে তৈরী হয়েছে।[১] এটির কর্মকর্তারা এফবিআই ও মার্কিন পুলিশের বিশেষ শাখা থেকে প্রশিক্ষণ নিয়েছেন।