পুলোয়ার

পুলোয়ার

পুলোয়ার
প্রকার Sword
উদ্ভাবনকারী দক্ষিণ এশিয়া
তথ্যাবলি
দৈর্ঘ্য ৯০ সে.মি. থেকে ১০৪ সে.মি.

পুলোয়ার (ইংরেজি: Pulwar) একক হস্তে চালনার যোগ্য এক ধরনের বাঁকা তলোয়ার। পুলোয়ারের উদ্ভব আফগানিস্তান এবং পাকিস্তানে। এটি মূলত পশতু জাতির ঐতিহ্যবাহী তলোয়ার।

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

প্রতিবেশী দেশসমূহের তলোয়ারের বৈশিষ্টাবলী অনেকাংশে গ্রহণ করেছে পুলোয়ার। এটি মূলত আফগানি তলোয়ার নামে পরিচিত। পুলোয়ারের উৎপত্তি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে। পুলোয়ারের ব্লেড অনেক লম্বা আর অপেক্ষাকৃত মোটা।[]

কাবুলে আফগান পুলিশের একটি দল, ১৮৮০; মাঝের একজন সদস্য একটি পুলোয়ার ক্যামেরার দিকে উঁচিয়ে ধরেছে।
  1. Evangelista and Gaugler, p. 483.

তথ্যসূত্র

[সম্পাদনা]