"পুসি ক্যাট, পুসি ক্যাট" ইংরেজি ভাষার একটি জনপ্রিয় শিশুতোষ ছড়া । এর রাউড ফোক সং ইনডেক্স নম্বর হল ১৫০৯৪ ।[১]
প্রচলিত আধুনিক সংস্করণের অন্তর্ভুক্ত কথাগুলো হলো:
সুরকার এবং নার্সারি ছড়া সংগ্রাহক জেমস উইলিয়াম ইলিয়ট তার ন্যাশনাল নার্সারি রাইমস এন্ড নার্সারি সংস (১৮৭০) বইটিতে প্রথম ছড়াটির সাথে প্রচলিত সুরটি উল্লেখ করেন ।[৩] আসল সংস্করণটির জন্য 'হোয়াট ডিড ইউ দেয়ার' অংশটির মধ্যে কোন 'ডু' নেই ।
ছড়াটির সবচেয়ে পুরাতন লিখিত দলিল পাওয়া যায় ১৮০৫ সালে লন্ডনে প্রকাশিত সংস ফর নার্সারি বইটির মধ্যে ।[২] খুব সাধারণত ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ কেই বইটির ছবির রানি হিসেবে চিত্রিত করা হয়, তবে ব্রুনসুইকের ক্যারোলিনকেও ধারণা করা হয়ে থাকে ।[২]