পদক রেকর্ড | ||
---|---|---|
মহিলাদের উশু | ||
ভারত-এর প্রতিনিধিত্বকারী | ||
বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপ | ||
২০১৩ | মহিলাদের সান্দা ৬০ কেজি | |
বিশ্ব চ্যাম্পিয়নশিপ | ||
২০১৭ কাজান | মহিলাদের ৭৫ কেজি |
পূজা কাদিয়ান (জন্ম: ১লা অক্টোবর ১৯৯১ [১] একজন ভারতীয় উশু খেলোয়াড়। তিনি কলম্বিয়ার ক্যালিতে উশুর আমন্ত্রণমূলক নবম বিশ্ব প্রতিযোগিতায় মহিলাদের সান্দায় ৬০ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন.[২][৩]
কাদিয়ান এর আগে দ্বাদশ দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছিলেন এবং ২০১৩ ও ২০১৫ সালে বিশ্ব গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেছিল। ২০১৪ এবং ২০১৭ সালে জাতীয় গেমসে তিনি স্বর্ণপদকও জিতেছিলেন। [৪]
২০১৭ বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিলেন পূজা। [৫]
২০১৭ সালের বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে তার অসাধারণ সাফল্যের জন্য ভারত সরকার, ২০১৮ সালে মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কার দ্বারা ভূষিত করেছিল। [৬]